![টুইটার ব্যবহারকারীদের পাসওয়ার্ড পরিবর্তনের নির্দেশনা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/04/twitter_137978.jpg)
ঢাকা, ০৪ মে, এবিনিউজ : টুইটার তাদের সকল ব্যবহারকারীকে পাসওয়ার্ড পরিবর্তন করার নির্দেশনা দিয়েছে। বৃহস্পতিবার কোম্পানিটি জানিয়েছে যে, তারা সম্প্রতি একটি বাগ (ক্ষতিকর পোগ্রাম) আবিষ্কার করেছে যা একটি অরক্ষিত ফর্মের অভ্যন্তরীণ লগ ইন পাসওয়ার্ড সংরক্ষণ করছে।
আবার ব্যবহারকারীদের আশ্বস্ত করে তারা বলছে, অভ্যন্তরীণ তদন্তে কারও পাসওয়ার্ড চুরি যাওয়ার বা কারও তথ্যের অপব্যবহার হওয়ার কোনো প্রমাণ তারা পায়নি।
টুইটার বলছে, ‘তারা এখনো পর্যন্ত পাসওয়োর্ডের অপব্যবহারের লক্ষ্য করেননি। কিন্তু পূর্ব সতর্কতা হিসেবে এ নির্দেশনা দেয়া হয়েছে।’
তারা পাশাপাশি টুইটার ব্যবহার করে অন্য কোনো ডিভাইস ব্যবহার করে থাকলে সেগুলোর পাসওয়ার্ডও পরিবর্তন করারও নির্দেশনা দিয়েছেন।
এবিএন/জনি/জসিম/জেডি