![খাগড়াছড়িতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/04/khagrachar-world-press-free_137979.jpg)
খাগড়াছড়ি, ০৪ মে, এবিনিউজ: খাগড়াছড়ি পার্বত্য জেলা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে খাগড়াছড়ি প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মাহমুদ এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জিতেন বড়ুয়া। এ সময় বক্তব্য রাখেন, দৈনিক অরণ্য বার্তার সম্পাদক ও সাবেক প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান রানা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম, প্রেসক্লাবের সাবেক সভাপতি দিলিপ চৌধুরী।
বক্তারা, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকান্ডসহ বিভিন্ন সময়ে সাংবাদিক হত্যাকান্ড ও নির্যাতনের সাথে জড়িতদের দৃষ্টাস্তমূলক শাস্তির পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারি তহবিল গঠনের দাবি রাখেন। এছাড়াতথ্য প্রযুক্তি আইনের ৫৭ধারায় সাংবাদিকরা যেন হয়রানির শিকার না হয় সেদিকে সংশ্লিষ্টদের দৃষ্টি দেয়ার আহ্বান জানান।
বক্তারা আরো বলেন, গণতন্ত্র আর গণমাধ্যম একটি আরেকটির পরিপূরক। যে দেশে গণমাধ্যম যতবেশি শক্তিশালী সেখানে গণতন্ত্রও ততবেশি শক্তিশালী। আলোচনা, মতপ্রকাশ, ঐক্য, সংহতি হলো গণতন্ত্রের গুরুত্বপূর্ণ সিঁড়ি। অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীলতা গণতন্ত্রের একটি পূর্ব শর্ত।
আর মৌলিক অধিকার হলো মতপ্রকাশের স্বাধীনতা। যে সমাজ বা রাষ্ট্রে মতপ্রকাশের স্বাধীনতা নেই সেই সমাজ কিংবা রাষ্ট্রকে গণতান্ত্রিক বলা যায় না। পৃথিবীর সব সভ্য সমাজ বা রাষ্ট্রে গণমাধ্যম স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারে। সাংবাদিকদের নীতি ও কর্ম নিরীক্ষন, তদন্ত ও সমালোচনার স্বাধীনতা থাকলেই দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয় উল্লেখ করে।
শক্তিশালী গণতন্ত্রের জন্য প্রয়োজন স্বাধীন গণমাধ্যম এ শ্লোগানকে সামনে রেখে আলোচনা সভায় সাংবাদিক নেতারা ৫৭ধারার সমালোচনা করে বলেন, এ ধারা নিয়ে সাংবাদিক মহলে আতঙ্ক রয়েছে, ৫৭ধারা মুক্ত সাংবাদিকতার বাধা হবে বলেও মন্তব্য করেন নেতারা। বর্তমান সরকারকে ৫৭ধারা নিয়ে আরও পর্যালোচনা করে সঠিক সিদ্ধান্ত গ্রহণের অনুরোধ জানান। সংবাদের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে গণমাধ্যম কর্মীদের সাহসিকতার সহিত সত্য তুলে ধরার আহ্বান জানান নেতারা।
ডিজিটাল নিরাপত্তা আইন ও তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় সাংবাদিকদের হয়রানি নয়, চাই সত্য লেখার স্বাধীনতা। সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, দেশব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ গ্রহণের মধ্য দিয়ে সারা দেশের মতো। খাগড়াছড়িতেও “শক্তিশালী গণতন্ত্রের জন্য প্রয়োজন স্বাধীন গণমাধ্যম” শ্লেগানে পালিত হয়েছে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস।
এবিএন/ চাইথোয়াই মারমা /জসিম/নির্ঝর