বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

মাদ্রিদ ওপেন থেকে সরে দাঁড়ালেন সেরেনা

মাদ্রিদ ওপেন থেকে সরে দাঁড়ালেন সেরেনা

ঢাকা, ০৪ মে, এবিনিউজ : প্রতিযোগিতার জন্য প্রস্তুত নন বলে আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া মাদ্রিদ ওপেন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন সেরেনা উইলিয়ামস।

টুর্নামেন্টের আয়োজকরা জানান, খেলায় ফেরার পূর্বে পর্যাপ্ত প্রস্তুতির জন্য তার (সেরেনা) আরো সময় প্রয়োজন বিধায় তিনি নিজেকে প্রত্যাহার করেছেন।

এর আগে ২০১২ এবং ২০১৩ সালে টানা দুবার মাদ্রিদ ওপেনে বিজয়ী হন টেনিস তারকা উইলিয়ামস।

২৩বারের গ্যান্ড স্লাম চ্যাম্পিয়ন উইলিয়ামস একটি মেয়ে শিশুর জন্ম দেয়ার পর প্রায় ১৪ মাস ধরে মাঠে অনুপস্থিত ছিলেন। তবে চলতি বছরই ভারতে তার একটি সফর সফলভাবেই শেষ করেন তিনি।

মাদ্রিদ ওপেনে অংশ নেয়ার পূর্বে একটি দাতব্য অনুষ্ঠানেও অংশ নেয়ার কথা ছিল তার। উইলিয়ামসের অনুপস্থিতে ওই দাতব্য অনুষ্ঠানে অংশ নিচ্ছেন অপর খেলোয়ার আমেরিকার কোকো ভ্যান্ডেওয়েঘি।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত