বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • জাতীয়
  • রোহিঙ্গা সংকট: বাংলাদেশের পাশে থাকবে ওআইসি

রোহিঙ্গা সংকট: বাংলাদেশের পাশে থাকবে ওআইসি

রোহিঙ্গা সংকট: বাংলাদেশের পাশে থাকবে ওআইসি

কক্সবাজার, ০৪ মে, এবিনিউজ : রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদল। রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশের ভূমিকার প্রশংসাও করেছেন তারা। কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলে ওআইসির প্রতিনিধি দল।

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের সাথে ওআইসি কাজ করবে বলে জানিয়ে প্রতিনিধি দলের প্রধান হাশেম ইউছেফ বলেন, ‘মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর যে নিপীড়ন চালিয়েছে, তা গণহত্যা। বিশ্ব এ ঘটনার জন্য উদ্বেগ প্রকাশ করেছে। শুরু থেকে ওআইসি বাংলাদেশের প্রশংসিত উদ্যোগের পক্ষে। এখন এ সংকটের সমাধানের জন্য সবাইকে কাজ করতে হবে। পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে প্রধান আলোচনার বিষয় হবে রোহিঙ্গা ইস্যু।’

এ সময় প্রতিনিধি দলের অন্যান্য সদস্যের মধ্যে দুইজন কথা বলেন গণমাধ্যমকর্মীদের সাথে।

তারা বলেন, ‘রোহিঙ্গা সমস্যা মিয়ানমারের তৈরি। মিয়ানমারকে এর সমাধান করতে হবে। রোহিঙ্গারা নিরাপদে যেন স্বদেশে বাস করতে পারে তার জন্য পরিবেশ তৈরির দায়িত্বও মিয়ানমার সরকারের।’

ওই সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী প্রতিনিধি দলটির সাথে ছিলেন।

এর আগে, আজ শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে রিজেন্ট এয়ারের একটি বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে অংশ নিতে আসা আটজন মন্ত্রী, তিনজন প্রতিমন্ত্রী ও আটজন পররাষ্ট্র সচিবসহ ৬৮ দেশের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। এর পর তারা যান কক্সবাজারের একটি পাঁচ তারকা মানের হোটেলে। সেখানে সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন দাতা সংস্থার কর্মকর্তারা প্রতিনিধি দলটিকে ব্রিফিং করে। ওই সময় বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী প্রতিনিধি দলটিকে রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

এরপর প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে রওয়ানা হয়। বেলা ১১টার দিকে প্রতিনিধিদলটি পৌঁছায় উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে। বালুখালী রোহিঙ্গা ক্যাম্প আশ্রিত মিয়ানমারের বাসিন্দাদের অবস্থা সরজমিন ঘুরে দেখেন তারা। এ সময় নির্যাতিত রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন তারা।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত