বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

তালায় গলায় রশি দিয়ে গৃহবধুর আত্মহত্যা

তালায় গলায় রশি দিয়ে গৃহবধুর আত্মহত্যা

তালা (সাতক্ষীরা), ০৪ মে, এবিনিউজ: তালায় সাবিনা বেগম (৪০) নামের এক গৃহবধু গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।

আজ শুক্রবার সকালে তালা থানা পুলিশ লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মহল্লাপাড়া গ্রামে ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত সাবিনা বেগম সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার নলতা গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী দু’সন্তানের জননী সাবিনা বেগম গত এক মাস পূর্বে তার দেবর সুজন’র সাথে তালার মহল্লাপাড়া ভাড়া বাসায় দু’সন্তানসহ থাকত। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ভাড়া বাসায় কেউ না থাকার সুবাদে ঘরের ভিতরে আঁড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।

এসময় তার দেবর সুজন ও এলাকাবাসী টের পেয়ে ঘরের দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় তালা হাসপাতালে নিয়ে আসলে কর্বত্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে। তবে এলাকাবাসি ধারনা করছে পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করতে পারে।

শুক্রবার সকালে তালা থানা পুলিশ লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করেছে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন।

এবিএন/সেলিম হায়দার/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত