বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
লুলু সভাপতি, আনোয়ার সম্পাদক

আদমদীঘি সাংবাদিক ফোরামের নয়া কমিটি গঠন

আদমদীঘি সাংবাদিক ফোরামের নয়া কমিটি গঠন

আদমদীঘি (বগুড়া), ০৪ মে, এবিনিউজ : বগুড়ার আদমদীঘি উপজেলার জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকার প্রতিনিধিদের সমন্বয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধায় সান্তাহার প্রেস ক্লাবে আদমদীঘি সাংবাদিক ফোরামের নয়া কমিটি গঠন করা হয়েছে।

দৈনিক করতোয়ার সান্তাহার প্রতিনিধি আলহাজ্ব রফিকুল ইসলাম মন্টুর সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে গোলাম আম্বিয়া লুলু (সংবাদ)কে সভাপতি আনোয়ার হোসাইন (ইত্তেফাক)কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট নয়া কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মিহির কুমার সরকার (বাংলাদেশ প্রতিদিন) সহ-সভাপতি, মুনছুর রহমান (ইনক্লাব) যুগ্ম সম্পাদক সাগর খান (ভোরের পাতা) সাংগঠনিক সম্পাদক এ.এফ.এম মমতাজুর রহমান(আমাদের অর্থনীতি) কোষাধ্যক্ষ আলহাজ্ব রফিকুল ইসলাম মন্টু (করতোয়া) দপ্তর সম্পাদক অরুন কুমার সরকার(আমাদের সময়) প্রচার সম্পাদক এহসানুল হক খান সবুর (মুক্ত সকাল) কার্যনির্বাহী সদস্য।

আরো রয়েছেন হারেজুজ্জামান হারেজ (জনকন্ঠের), খায়রুল ইসলাম (প্রথম আলো) অন্যান্য সদস্যরা হলেন সাংবাদিক রায়হানুল ইসলাম রতন, আলম খাঁন (আজকালের খবর), হাফিজুর রহমান (বগুড়া), খন্দকার মেহেদী হাসান (যায়যায়দিন), মাহমুদ হোসেন ভোলা (বাংলা বুলেটিং), তোফায়েল হোসেন লিটন (মুক্ত সকাল), আ.ব.ম রবিউল ইসলাম, (ভোরের দর্পন) সামছুল আলম (নয়াদিগন্ত) হেদায়েতুল ইসলাম উজ্জল (উত্তরকোণ), রোকনুজ্জামান রুকু (চাঁদনী বাজার) আব্দুল কাইয়ুম (বজ্রশক্তি)।

এবিএন/আনোয়ার হোসাইন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত