বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • চট্টগ্রামে যুবলীগ নেতার অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

চট্টগ্রামে যুবলীগ নেতার অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

চট্টগ্রামে যুবলীগ নেতার অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

চট্টগ্রাম, ০৪ মে, এবিনিউজ : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আবুল হাশেম তালুকদার প্রকাশ বাচার অগ্নিদগ্ধ ঝলসানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উপজেলার ইছামতী গ্রামের নিজবাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।

তথ্যটি নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অগ্নিদগ্ধ লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকে কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। বাড়ির রান্না ঘরের গ্যাস সিলিন্ডারের চুলা থেকে এ অগ্নিকান্ডটি ঘটেছে বলে প্রাথমিক ধারণা করছে তিনি।

তবে এলাকাবাসীর ধারণা আবুল হাশেম ঘটনার দিন বাড়িতে একা থাকায় বাইরে থেকে দরজা বন্ধ করে আগুন ধরিয়ে কেউ তাকে হত্যা করেছে।

এ বিষয়ে ওসি বলেন, দুর্ঘটনাটির সঠিক কারণ ময়না তদন্ত রিপোর্ট পেলে জানা যাবে। তাছাড়া অগ্নিকান্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়েছে।

এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত