![আড়াইহাজারে বজ্রপাতে যুবকের মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/04/dead_abnews_137999.jpg)
আড়াইহাজার (নারায়ণগঞ্জ), ০৪ মে, এবিনিউজ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে আজ শুক্রবার বজ্রপাতে অয়ন দেব নার্থ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে স্থানীয় সুলতানসাদী এলাকার সিঙ্গারপুর গ্রামের জয়দেব নার্থের ছেলে।
জানা গেছে, নিহত অয়ন স্থানীয় সুলতানসাদী বাজার থেকে বাড়িতে যাওয়া সময় বজ্রপাতের কবলে পড়েন।
পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সিনথিয়া তাকে মৃত ঘোষণা করেন।
এবিএন/এম এ হাকিম ভূঁইয়া/জসিম/এমসি