![কোটচাঁদপুরে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/04/songbad_abnews_138001.jpg)
কোটচাঁদপুর (ঝিনাইদহ), ০৪ মে, এবিনিউজ : সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করলেন আমিনা চৌধুরী।
আজ শুক্রবার সকালে কোটচাঁদপুর পৌর শহরের সাধু মিয়ার আম বাগানে এ সম্মেলন করা হয়।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা আমিনা চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন জমি লিজ নেওয়া শহিদুল ইসলাম, মোহাম্মদ আলী, ইমরান হোসেন, জিন্নাত হোসেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার পিতা মৃত শাহাদৎ হোসেন চৌধুরী (সাধু মিয়া),স্বামী-মমতাজ হোসেন চৌধুরী। এ শহরের স্থায়ী বাসিন্দা। শাহাদৎ হোসেন চৌধুরী তাঁর কেনা জমি রাশেদা চৌধরীর নামে হেবা দলিল করে দেন। যার বর্তমান ওয়ারেশ গন হল, সাফায়েত হোসেন চৌধুরী, শারাফৎ হোসেন চৌধরী, সাজ্জাদ হোসেন চৌধুরী, বেগম আরিফা হক চৌধুরী, আমিনা চৌধরী। এর মধ্যে আমার দুই ভাই মারা গেছেন। বিদেশে রয়েছেন এক ভাই। শুধুমাত্র আমি পরিবার নিয়ে এখানে বসবাস করে আসছি।
তিনি অভিযোগ তুলে বলেন, এ সুযোগে আমার সৎ ভাই আনোয়ার হোসেন চৌধুরী ও তার পুত্র ঝনা চৌধুরীসহ তাদের পৌষ্য লোকজন আমার কাছ থেকে লীজ গ্রহন কারীদের জমি দখল করে নিয়েছে। এছাড়া বাকি জমি দখলের পায়তারা চালাচ্ছে। এর মধ্যে তাদের অনেক ক্ষতি সাধনও করেছেন।
এ ব্যাপারে গত ১৬-০৪-১৮ তারিখে কোটচাঁদপুর থানায় জিডি করা হয়েছে। যার নম্বর-৩০৯। তিনি বলেন, আমাদের দখলীয় সম্পতি কৌশলে দখলে নিতে গেল ২৯-০৪-১৮ তারিখে ঝিনাইদহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তারা এই জমির মালিক দাবি করেছেন। যা একেবারে উদ্যেশ্য প্রণোদিত অযৌতিক ও হাস্যকর। এরপর তিনি প্রশ্নে সম্মক্ষিন হন আমিনা চৌধুরী।
এস.পি নাহিদ আপনার কি হয় জানতে চাইলে তিনি বলেন, সে আমার ফুফাত বোনের ছেলে। আমার ভাগ্নে হয়।
এ জমির ব্যাপারে তাঁর জড়িত থাকার অভিযোগ রয়েছে বললে তিনি বলেন, আমি তাকে বলেছিলাম আমার জমি আনোয়ার হোসেন ও তাঁর ছেলেরা দখল করে নিচ্ছে। তাই সে একটু জমি ফেরত পেতে ব্যবস্থা করেছেন।
আমিনা চৌধুরী বলেন, আমার সৎ ভাই আনোয়ার হোসেন চৌধুরী ও তার ছেলেরা জালজালিয়াতি করে এ সম্পতির মালিক হতে চাচ্ছেন। তিনি আরো বলেন, আনোয়ার হোসেন চৌধুরী কোনো মুক্তিযোদ্ধা ছিলেন না। মুক্তিযোদ্ধা বলে বেড়ায়। প্রকৃত মুক্তিযোদ্ধা সাজ্জাদ হোসেন চৌধুরী।
তিনি এ সংবাদ সম্মেলনের মাধ্যমে গত ২৯ এপ্রিল যে মিথ্যা তথ্য তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন তাঁর প্রতিবাদ জানান। সাথে সাথে প্রকৃত ঘটনা তুলে ধরতে অনুরোধ করেন। পরে তিনি সাংবাদিকদের সুস্থ্যতা ও দীঘায়ু কামনা করেন।
এবিএন/সুব্রত সরকার/জসিম/এমসি