বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • আন্তর্জাতিক
  • রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে জাতিসংঘের আহ্বান

রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে জাতিসংঘের আহ্বান

রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে জাতিসংঘের আহ্বান

ঢাকা, ০৪ মে, এবিনিউজ : বাংলাদেশে বন্যা শুরুর আগেই রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলেছে, অন্তত ২ লাখ শরণার্থী মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। তাদেরকে অবিলম্বে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার ব্যবস্থা করতে হবে।

যারা পাহাড়ের খাঁড়া ঢালে ঘর তুলেছেন, ভারী বৃষ্টিতে তারা ভূমিধসের কবলে পড়তে পারেন। আর নিম্নাঞ্চলে যারা থাকছেন, তাদের আছে বন্যায় প্লাবিত হওয়ার ঝুঁকি। জাতিসংঘের হিসেবে প্রায় দুই লাখ রোহিঙ্গা এই ঝুঁকির মধ্যে রয়েছে।

নতুন আসা সাত লাখসহ কক্সবাজারে মোট রোহিঙ্গার সংখ্যা এখন প্রায় ১০ লাখ। ওই এলাকাটি দুর্যোগপ্রবণ, সাইক্লোন ও খারাপ আবহাওয়ার জন্যও ঝুঁকিপূর্ণ। মানুষ এখানে অস্থায়ী শিবিরে বসবাস করছে। যেটি কেবল ত্রিপলের ছাউনি ও বেড়ায় নির্মিত।

বন্যা ও বৃষ্টি-কাঁদার মধ্যে যাতে শরণার্থী শিবিরে মানুষের কাছে খাদ্য, পানি ও জরুরি সাহায্য পৌঁছানো যায়, সে বিষয়টিও নিশ্চিত করতে বলেছে জাতিসংঘ।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত