বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের নতুন ডিএমডি রিজওয়ান দাউদ শামস

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের নতুন ডিএমডি রিজওয়ান দাউদ শামস

ঢাকা, ০৪ মে, এবিনিউজ : ১৯৮১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, গত ১ এপ্রিল প্রতিষ্ঠানটির নতুন ডিএমডি (ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর) হিসেবে রিজওয়ান দাউদ শামস’কে নিয়োগ দিয়েছে। এর আগে তিনি আইপিডিসি’তে জেনারেল ম্যানেজার ও হেড অব বিজনেস ফাইন্যান্স এন্ড স্পেশাল এসেট ম্যানেজমেন্ট পদে গত ৩ বছর ধরে দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

রিজওয়ান-এর ফাইন্যান্সিয়্যাল সার্ভিস ইন্ডাস্ট্রিতে অভিজ্ঞতা আছে দীর্ঘ ১৫ বছরের। রিজওয়ান ২০০৭ সালের ১ নভেম্বর সিনিয়র ম্যানেজার-করপোরেট ইনভেস্টমেন্ট পদে আইপিডিসি’তে যোগ দেন এবং অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে প্রতিষ্ঠানের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

রিজওয়ান দাউদ শামস আইপিডিসি’তে যোগ দেওয়ার পূর্বে জিএসপি ফাইন্যান্স কোম্পানি, হাবিব ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ (ব্যাচেলর ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) এবং মেলবোর্নের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে এমবিএ (মাস্টার’স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) সম্পন্ন করেছেন।

করপোরেট বিজনেস ডেভেলপমেন্ট, রিটেইল স্ট্র্যাটেজিক বিজনেস ডেভেলপমেন্ট, রিলেশনশিপ ম্যানেজমেন্ট, স্পেশাল এসেট ম্যানেজমেন্ট ও রিস্ক ম্যানেজমেন্ট বিষয়ে তার রয়েছে বিশেষ দক্ষতা। এছাড়াও ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড ভারতসহ বিভিন্ন দেশ এবং দেশের অভ্যন্তরে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তিনি ব্যাংকিং বিষয়ে বেশ কিছু গুরুত্বপূণ প্রশিক্ষণে অংশ নিয়েছেন।

এ প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর এমডি ও সিইও মমিনুল ইসলাম বলেন, রিজওয়ান দাউদ শামস-এর নেতৃত্বে প্রতিষ্ঠানের করপোরেট বিজনেস, এমএমই (মিডেল মার্কেট এন্টারপ্রাইজ) ও সাপ্লাই চেইন ফাইন্যান্স খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং এনপিএল (নন-পারফরমিং লোন) রিকভারিতে তার অনন্য দৃষ্টান্তমূলক অবদান আর্থিক খাতে ইতিহাস তৈরি করেছে। আমি আশা করছি যে, জনাব রিজওয়ান তার যোগ্য নেতৃত্বের মাধ্যমে আইপিডিসি’র সম্মানিত গ্রাহকদের কাক্সিক্ষত চাহিদা পূরণে সফলভাবে কাজ করবেন এবং গ্রাহকবান্ধব পণ্য ও সেবা নিশ্চিত করতে সক্ষম হবেন।

আইপিডিসি’র নবনিযুক্ত ডিএমডি রিজওয়ান দাউদ শামস অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, আইপিডিসি’র অনন্য অগ্রযাত্রায় অংশ নিতে পেরে আমি গর্বিত এবং আনন্দিত। আমাদের সম্মানিত গ্রাহকদের আস্থা, অগ্রগতি এবং অনন্য অভিজ্ঞতা নিশ্চিতকরণের মাধ্যমে ফাইন্যান্সিয়্যাল ইন্ডাস্ট্রির উন্নয়নে অংশীদার হওয়াই আমার লক্ষ্য।

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত