![রিয়ালকে ভয় পায় না লিভারপুল: মানে](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/04/mane@abnews_138012.jpg)
ঢাকা, ০৪ মে, এবিনিউজ : চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এবার মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ১২ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে ভয় পায় না লিবারপুল। তবে লিভারপুল বিশ্বের যে কোনো দলকে হারাতে পারে বলে বিশ্বাস করেন দলটির উইঙ্গার সাদিও মানে।
ব্রিটিশ গণমাধ্যমকে সেনেগালের এই ফুটবলার বলেন, মাদ্রিদের জন্য আমাদের অনেক শ্রদ্ধা আছে। তারা বিশ্বের অন্যতম সেরা দল। কিন্তু আমরা লিভারপুল। আমরা শক্তিশালী, আমরা বিশ্বের যে কোন দলকে হারাতে পারি। আমরা সেটা বিশ্বাস করি। সুতরাং আমরা বিশ্বাস করি, আমরা তাদের হারাতে পারব। আমরা সেখানে (কিয়েভে) যাব এবং সমর্থকদের ও ক্লাবের জন্য লড়ব। ভয়হীনভাবে খেলে ফাইনালে জেতার চেষ্টা করব। আমাদের যে খেলোয়াড় আছে, আমরা জানি আমরা গোল করতে পারি। আমরা সেটা দেখিয়েছি। আমাদের ভয় পাওয়ার কিছুই নেই।
এবিএন/মমিন/জসিম