শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ভালুকায় মধ্যবয়সী পুরুষের লিঙ্গ কেটে নিলো বিধবা নারী

ভালুকায় মধ্যবয়সী পুরুষের লিঙ্গ কেটে নিলো বিধবা নারী

ভালুকায় মধ্যবয়সী পুরুষের লিঙ্গ কেটে নিলো বিধবা নারী

ময়মনসিংহ, ০৪ মে, এবিনিউজ: ময়মনসিংহের ভালুকা উপজেলার মেনজেনা গ্রামের কায়সার আহম্মদ (৪৫) নামে এক ব্যবসায়ীর লিঙ্গ কেটে রেখে দিয়েছেন এক বিধবা নারী। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাতে পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলা কৈতরবাড়ি গ্রামে। পুলিশ অভিযান চালিয়ে কর্তনকৃত লিঙ্গ উদ্ধার করে প্রতিস্থাপনের জন্য হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় পুলিশ ৩জনকে আটক করেছে।

জানা যায়,ভালুকা উপজেলার মেনজেনা গ্রামের বাসিন্দা উথুরা বাজারের টিউবওয়েল ও মোটর ব্যবসায়ী কায়সার আহাম্মেদের সাথে পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার কৈতরবাড়ি গ্রামের বিধবা আসমানী আক্তার (৪০)এর সাথে দীর্ঘ দিন যাবত অবৈধ দৈহিক, অর্থনৈতিক লেনদেনের সম্পর্ক ছিল। আসমানীর ছেলে সোহাগ (১৮) বড় হয়ে যাওয়ার কারণে কায়সারকে আসমানী তাদের বাড়িতে আসতে মানা করতো। কিন্তু কায়সার তাঁর নিষেধ না মেনে অনেকটা জোরপূর্বক আসা যাওয়া করতো।

কায়সার ঘটনার (বৃহস্পতিবার) রাতে আসমানীদের বাড়ি যায়। আসমানীর সাথে দৈহিক মিলনের চেষ্টা করার সময় পূর্ব পরিকল্পিত ভাবে আসমানী ব্লেড দিয়ে কায়সারের লিঙ্গের অর্ধেক অংশ কেটে ফেলে। এ সময় কায়সার চিৎকার দিয়ে আসমানীর ঘর থেকে দৌড় দিয়ে বের হয়ে বাড়ির উঠানে পড়ে। এ সময় আশপাশের লোকজন রক্তাত অবস্থায় তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়।

খবর পেয়ে রাত দেড়টার সময় ত্রিশাল থানার এস,আই আব্দুল লতিফের নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালিয়ে আসমানী আক্তার(৪০), তার ছেলে সোহাগ(১৭) ও তার বড় ভাই ওয়াহাব মিয়া(৪৫)কে আটক করে।

আসমানীরে স্বীকারোক্তিতে লিঙ্গের অর্ধেক অংশ তাঁর ঘর থেকে উদ্ধার করে প্রতিস্থাপনের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আসমানী বলেন, কায়সারের সাথে তাঁর দীর্ঘ দিন যাবত সম্পর্ক ছিলো, ছেলে বড় হয়ে যাওয়ায় তাঁকে আসতে নিষেধ করার পরও সে আমার এখানে আসা যাওয়া করতো। বাকী টাকা ও ঋণের টাকার ভয় দেখিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক কারতে চাইলে এ ঘটনা ঘটানো হয়।

কায়সারের পরিবারের পক্ষ থেকে দাবী করা হচ্ছে, কায়সারের দোকান থেকে একটি তিন ইঞ্চি সাব মার্সেবোল মোটর ও পানির ট্যাংক বাকীতে কিনে নিয়ে যায়। বৃহস্পতিবার বিকালে ওই বাকী টাকার নেয়ার জন্য কায়সারকে ফোন করা হয়। ফোন পেয়ে ওই টাকা জন্য কায়সার ওই বাড়িতে গেলে আসমানীর আত্নীয় স্বজনসহ অজ্ঞাত ৫/৬জন মিলে কায়সারের লিঙ্গ কেটে ফেলে।

ত্রিশাল থানার এস,আই আব্দুল লতিফ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কর্তনকৃত লিঙ্গের অর্ধেক অংশ উদ্ধার করে এবং এ ঘটনা সাথে জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করা হয়েছে। ওই বিধবা নারীর সাথে ৩/৪ বছর যাবত কায়সারের অবৈধ সম্পর্ক ছিলো।

এবিএন/মঈন উদ্দিন রায়হান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত