বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

আমরা এই মৌসুমে দেখেছি সালাহ কি করতে পারে: রামোস

আমরা এই মৌসুমে দেখেছি সালাহ কি করতে পারে: রামোস

ঢাকা, ০৪ মে, এবিনিউজ : চ্যাম্পিয়ন লিগের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। ঐ মাচে লিভারপুলের তারকা মোহামেদ সালাহকে সম্মান করলেও ভয় পেতে নারাজ সের্হিও রামোস। রিয়াল মাদ্রিদ অধিনায়কের কাছে লিভারপুলের এগারো খেলোয়াড়ের একজন সালাহ, এর বেশি কিছু নয়।

তবে ২৫ বছর বয়সী সালাহকে একজন খেলোয়াড়ের বেশি কিছু ভাবতে রাজি নন স্প্যানিশ ডিফেন্ডার রামোস। ব্রিটিশ দৈনিক মিররকে মাদ্রিদ অধিনায়ক বলেন, “আমরা এই মৌসুমে দেখেছি সালাহ কি করতে পারে। কিন্তু আমরা লিভারপুলের যে এগারো জনের মুখোমুখি হব, সে শুধু তাদের একজন। পুরো ক্যারিয়ার জুড়ে আমি বিশ্বের সেরা ফরোয়ার্ডদের মুখোমুখি হয়েছি। তাদের অনেকেই সর্বকালের সেরা বলে বিবেচিত। আমার কাছে কখনোই ভয় বলে কিছু নেই। হ্যাঁ, শ্রদ্ধা আছে কিন্তু কখনোই ভয় নেই।

চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে আত্মবিশ্বাসী রামোস বলেন, আমরা অহংকারী হতে পারি না কিন্তু আত্মবিশ্বাসী আমরা হতেই পারি। আমরা জানি, চ্যাম্পিয়ন্স লিগ জয়টা রিয়াল মাদ্রিদের ডিএনএতে রয়েছে। আমরা দ্বিতীয়বারের মতো আমাদের শিরোপা ধরে রাখতে প্রস্তুত। সবার প্রতি সম্মান রেখে বলছি, টুর্নামেন্টের শুরুতে লিভারপুল ফাইনালে উঠবে মানুষ এটা হয়তো ভাবতে পারেনি। কিন্তু তারা এখানে কারণ তারা এখানে থাকার যোগ্য। একটা দল হিসাবে আমরা জানি কিভাবে ফাইনাল খেলতে হয় এবং আমরা প্রস্তুত থাকব। বাসস।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত