বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

চিরিরবন্দরে পেট্রোল পাম্প থেকে ট্রাক্টর চুরি

চিরিরবন্দরে পেট্রোল পাম্প থেকে ট্রাক্টর চুরি

চিরিরবন্দর (দিনাজপুর), ০৪ মে, এবিনিউজ: দিনাজপুরের চিরিরবন্দরে পেট্রোল পাম্প হতে নতুন ট্রাক্টর চুরি এবং পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চ্যলের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর আনুমানিক ৫টায়।

উপজেলার আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ময়েনউদ্দিন শাহ্ জানান, তাঁর এমএইচ পেট্রোল পাম্পে রক্ষিত নতুন একটি ট্রাক্টরটি চোরেরা চুরি করে চম্পট দেয়। এ চুরির ঘটনাটি থানায় অবহিত করা হয়। এরপরেও নিজস্ব লোক দিয়ে ট্রাক্টরটির অনুসন্ধান চালানো হয়। একপর্যায়ে ওইদিন দুপুর ১২টায় পার্বতীপুর-বদরগঞ্জ সড়কে খোলাহাটি নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় ওই ট্রাক্টরটির সন্ধান পাওয়া যায় এবং উদ্ধার করা হয়।

পাম্পের ম্যানেজার মোজাহার আলী জানান, চালক প্রতিদিনের মতো রাতে ট্রাক্টরটি বন্ধ করে পাম্পের থাকার ঘরে ঘুমিয়ে পড়েন। তিনি সকাল বেলা ঘুম থেকে উঠে পাম্পে রক্ষিত ট্রাক্টরটি দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে বিষয়টি জানাজানি হয়ে যায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারেসুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পাওয়া গেলে দ্রুত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

এবিএন/রফিকুল ইসলাম/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত