![চিরিরবন্দরে মাদকসহ মাদক ব্যবসায়ী আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/04/abnews-24.bbbbb_138021.jpg)
চিরিরবন্দর (দিনাজপুর), ০৪ মে, এবিনিউজ: দিনাজপুরের চিরিরবন্দরে ইয়াবা গাঁজা ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আবুবকর ছিদ্দিক ওরফে কালুয়াকে আটক করেছে থানা পুলিশ। ধৃত কুখ্যাত মাদক স¤্রাট আবুবকর ছিদ্দিক ওরফে কালুয়া (৩৪) উপজেলার ঈসবপুর ইউনিয়নের দগড়বাড়ি চক সন্ন্যাসী গ্রামের নুরুদ্দিন নুরুর ছেলে।
থানা সুত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে এবং দিনাজপুর পুলিশ সুপার হামিদুল আলমের নির্দেশনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারেসুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আবুবকর ছিদ্দিক ওরফে কালুয়াকে তাঁর বাড়ি থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা ও ১১ বোতল ফেন্সিডিলসহ আটক করে।
স্থানীয়রা জানায়, সে দীর্ঘদিন যাবত ওই এলাকায় মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছিল। সে প্রকাশ্যেই ইয়াবা বানানো মেশিন নিয়ে ঘুরতো। তার বিরুদ্ধে স্থানীয় জনগণ চিরিরবন্দর, পার্বতীপুর ও সৈয়দপুর উপজেলার নির্বাচিত প্রতিনিধিসহ রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিতিতে টোলেরবাজারে মাদক বিরোধী সমাবেশও করে। দিনাজপুর পুলিশ সুপার ওপেন হাউস ডে করে তাকে গ্রেফতারের কঠোর নির্দেশনা দেন।
থানার এএসআই ফিরোজ জানায়, তার বাড়িটি চিরিরবন্দর, পার্বতীপুর ও সৈয়দপুর উপজেলা সীমান্তবর্তী হওয়ায় পুলিশ তাকে ধরতে পারছিল না। অনেক চেষ্টায় তাকে ধরা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারেসুল ইসলাম জানান, কুখ্যাত মাদক সম্রাট আবুবকর ছিদ্দিক ওরফে কালুয়া (৩৪) কে ইয়াবা গাঁজা ফেন্সিডিলসহ আটক করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।
এবিএন/রফিকুল ইসলাম/জসিম/তোহা