![পেস্টিসাইড অফিসার্স এসোসিয়েশন নওগাঁ-২ এর কমিটি গঠন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/04/abnews-24.bbbbbb_138027.jpg)
নওগাঁ, ০৪ মে, এবিনিউজ: পেস্টিসাইড অফিসার্স এসোসিয়েশন নওগাঁ-২ নজিপুরের পূর্নাঙ্গ কমিটি গঠন আজ শুক্রবার করা হয়েছে। পূর্নাঙ্গ কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা শেষে কমিটিতে মোয়াজ্জেম হোসেন (গ্লোবাল এগ্রো ইন্ডাঃ লিমিটেড) কে সভাপতি ও রবিউল আলম (সার্ফ এগ্রো ইন্ডা. লিমিটেড) কে সাধারন সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলো, আসাদুজ্জামান সুমন (দি লিমিট এগ্রো প্রোডাক্টস লিঃ) সিনিয়র সহ-সভাপতি, জুয়েল রানা (বিসমিল্লাহ কর্পোরেশন) সহ-সভাপতি, আজাদুল ইসলাম (গ্লোবাল এগ্রো ইন্ডাঃ লিমিটেড) সহ-সাধারন সম্পাদক, জুয়েল হোসেন (জেনেটিকা) সাংগঠনিক সম্পাদক, এনামুল হক (ম্যাপ এগ্রো ইন্ডাঃ লিমিটেড) কোষাধক্ষ, আকতারুজ্জামান (নেচার এন্ড কেয়ার এগ্রো প্রোডাক্টস লিমিটেড) দপ্তর সম্পাদক, সাজু ইসলাম (প্রমোট এগ্রো) ত্রিড়া সম্পাদক,
মোকলেছার রহমান (এ্যামিনাস কেমিক্যাল ইন্ডাঃ লিমিটেড) কৃষি বিষয়ক সম্পাদক, নুরুজ্জামান (এসবি ক্রপ কেয়ার ইন্ডাঃ লিমিটেড) প্রচার সম্পাদক এবং কার্য নির্বাহী সদস্য হিসাবে রাসেদুজ্জামান (ইউনাইটেড ফসফরাল লিমিটেড), জাকারিয়া (খাঁন এগ্রিকালচার লিমিটেড), আলমগীর হোসেন (অরন্য ক্রপ কেয়ার লিমিটেড)।
এবাদে ৪ সদস্য বিশিষ্ঠ একটি উপদেষ্ঠা কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্ঠা কমিটির সদস্যরা হলো, ফজলুর রহমান (স্যাম্প লিমিটেড), এম,এ হেলিম (ইয়ন ক্রপ অব কোম্পানী), আবু সায়েম (সুইট এগ্রোভেট লিমিটেড), রাজু আহম্মেদ (এ্যাসাইন ক্রপ কেয়ার)।
এবিএন/ব্রেলভীর চৌধুরী/জসিম/তোহা