![‘মেসি গ্রেট হওয়ার জন্য বিশ্বকাপ জেতার প্রয়োজন নেই’](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/04/messi_138033.jpg)
ঢাকা, ০৪ মে, এবিনিউজ : শুধু বিশ্বকাপ জেতাটাই হয়নি বিশ্ব ফুটবলের সেরা তারকা লিওনেল মেসির। ২০১৪ সালে বিশ্ব আসরের ফাইনালে জার্মানির কাছে হেরে স্বোনালী স্বপ্নটা ছোয়া হয়নি মেসির। তবে গ্রেট হওয়ার জন্য মেসিকে বিশ্বকাপ জেতার প্রয়োজন নেই বলে জানিয়েছেন আর্জেন্টিনার সাবেক খেলোয়ার সিজার লুইস মেনোত্তি।
ক্লাব ফুটবলের সকল রেকর্ড একে একে নিজের করে নিয়েছেন। নিজেকে বার্সেলোনার জার্সিতে অসাধারণ হিসেবে প্রমাণিত করেছেন হয়েছেন কাতালানদের অবিচ্ছেদ্য অংশ। ইতোমধ্যেই তিনি নিজেকে বার্সেলোনার গ্রেটদের কাতারে নিয়ে গেছেন। ক্লাব ফুটবলে ৩১টি শিরোপায় অবদান রেখেছেন।
মেসিকে নিয়ে অনেক ফুটবলবোদ্ধাই মনে করেন, তাকে ফুটবল ইতিহাসের অমরত্ব পেতে হলে বিশ্বকাপ জিততেই হবে। কিন্তু আর্জেন্টিনাকে ১৯৭৮ বিশ্বকাপ জেতানো কোচ সিজার লুইস মেনোত্তি মোটেও একমত নন এমন তত্ত্বের সঙ্গে। এ কোচ মনে করেন, বিশ্বকাপ ছাড়াই মেসিকে সর্বকালের অন্যতম সেরা হিসেবে মনে রাখবে ফুটবলবিশ্ব।
মেনোত্তি বলেন, বিশ্বকাপ ছাড়াই মেসিকে ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে ভক্তরা মনে রাখবে কারণ ডি স্টেফানো বিশ্বকাপ জেতেননি। আমার মনে হয় না ইতিহাসের সেরা খেলোয়াড়দের তালিকায় জায়গা পেতে মেসিকে বিশ্বকাপ জিততে হবে। সে ইতিমধ্যেই সেই তালিকায় জায়গা করে নিয়েছে।
মেনোত্তির বিশ্বাস আর্জেন্টিনা দলের উন্নতির জন্যই মেসিকে দরকার। আর বিশ্বের কাছে নিজেকে প্রমাণ করতে আর্জেন্টাইন অধিনায়ককে নিজের সেরার চাইতেও বেশিকিছু দেয়ার কোনো প্রয়োজন দেখেন না তিনি। তবে তিনি এটাও জানিয়েছেন, মেসির হাতে বিশ্বকাপ উঠলে দারুণ খুশিই হবেন। তিনি বলেন, আমিও চাই সে বিশ্বকাপ জিতুক। তবে তার শ্রেষ্ঠত্বের ইতিহাস তার ২০ ট্রফির সঙ্গেই লেখা হয়ে গেছে।
এবিএন/মমিন/জসিম