বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

সিরাজগঞ্জে হাতকড়াসহ পলাতক আসামি গ্রেফতার

সিরাজগঞ্জে হাতকড়াসহ পলাতক আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ, ০৪ মে, এবিনিউজ: সিরাজগঞ্জের শাহজাদপুরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে পাবনা জেলার ঈশ্বরদী রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি হলেন- শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর মহল্লার মৃত দুলালের ছেলে চান্নু শেখ (২৫)।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাজা গোলাম কিবরিয়া এতথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের শুক্রবার ভোরে ভিত্তিতে ঈশ্বরদী রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে চান্নু শেখকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ এপ্রিল শনিবার সন্ধ্যায় মাদক ও চুরিসহ অন্যান্য মামলার ৪ আসামিকে শাহজাদপুর আমলী আদালত থেকে সিএনজি আটোরিকশাযোগে জেলা কারাগারে নেয়া হচ্ছিল। ৪ আসামি পেছনের সিটে এবং ওই দুই পুলিশ কনস্টেবল চালকের পাশে বসে ছিলেন।

পথে শাহজাদপুর বিসিক বাসটার্মিনাল এলাকায় হ্যান্ডকাপসহ মাদক মামলার দুই আসামি দ্বারিয়াপুর মহল্লার মৃত দুলালের ছেলে চান্নু শেখ (২৫) এবং কান্দাপাড়া গ্রামের শহীদ আলী প্রামাণিকের ছেলে আতাউর রহমান (৩৪) পালিয়ে যান। পরে রাতে আতাউর পুলিশের কাছে আত্মসমর্পণ করে। এ ঘটনায় দায়িত্বে থাকা আব্দুল হাই সরকার ও বিদ্যুত কুমার নামের দুই পুলিশকে প্রত্যাহার করে সিরাজগঞ্জ পুলিশ লাইন সংযুক্ত করা হয়।

এবিএন/এস.এম.তফিজ উদ্দিন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত