![মুস্তাফিজের মুম্বাইয়ের সামনে গেইলের পাঞ্জাব](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/04/fiz_138038.jpg)
ঢাকা, ০৪ মে, এবিনিউজ : আইপিএলে খাদের কিনারায় মুস্তাফিজের মুম্ভাই ইন্ডিয়ান্স। হারলেই বিদায় নিতে তাদের। সামনের যে কটি ম্যাচ আছে মুম্ভাইয়ের সামনে তার প্রত্যেকটি জিততেই হবে তাদের। আর এমন সমীকরণে ক্রিস গেইলের কিংস ইলেভেন পাঞ্জাবের সামনে তারা। বাংলাদেশ সময় আজ সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।
তবে দলের এমন ম্যাচে মাঠে নামবেন কিনা কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তা নিয়ে বেশ আলোচনা চলছে। গতম্যাচ ব্যাঙ্গালুরুর কাছে হারার পর সঞ্জয় মঞ্জরেকার। তার মতে, ঐ ম্যাচে উইকেট স্লো ছিলো। আর এমন ম্যাচে মুস্তাফিজের প্রয়োজন ছিলো। কিন্তু মুমম্ভাইয়ের বোলিং কোচের মতে, শেষের ৩ ওভারে ৫০/৬০ রান তুলেছে ব্যাঙ্গালুরু। সেখানে মুস্তাফিজ কিছুই করতে পারতো না। সবার মতোই হতো ।
পয়েন্ট টেবিলের দিকে তাকালে ৭ ম্যাচে ৫ জয় ও ২ হারে চতুর্থ স্থানে অবস্থান করছে পাঞ্জাব। আর ৮ ম্যাচে ২ জয় ও ৬ হার নিয়ে সবার শেষে অবস্থান করছে মুম্ভাই।
এবিএন/মমিন/জসিম