![কুলাউড়ায় বজ্রপাতে স্কুল ছাত্রীর মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/04/abnews-24.bbbbbbbbbbbbbb_138040.jpg)
কুলাউড়া (মৌলভীবাজার), ০৪ মে, এবিনিউজ: কুলাউড়ার বরমচালে বজ্রপাতে লাভলী আক্তার তানজিলা (১২)নামে ৬ষ্ট শ্রেণীর এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকাল ১১ টায়। পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, স্কুল ছাত্রী বাড়ির আঙ্গিনায় খেলার সময় হঠাৎ বজ্রপাত হলে সে অজ্ঞান হয়ে পড়ে।
কিছু সময় পর জ্ঞান ফিরার পর আবারও অজ্ঞান হয়ে পড়লে তাকে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মুত ঘোষনা করেন। নিহত তানজিলা বরমচাল ইউনিয়নের আকিলপুর গ্রামের বাবুল মিয়ার কন্যা এবং বরমচাল স্কুলের ৬ষ্ট শ্রেনীর ছাত্রী ছিল।
বরমচাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান বজ্রপাতে স্কুল ছাত্রীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
এবিএন/ময়নুল হক পবন/জসিম/তোহা