![এবার ভিয়েতনামের কাছেও ৭ গোলে হার বাংলাদেশের](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/04/beat-nam_138044.jpg)
ঢাকা, ০৪ মে, এবিনিউজ : মালয়েশিয়ার কাছে ৭-১ গোলে হারের পর শুক্রবার ভিয়েতনামের কাছে হার ৭-০ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা। এ ম্যাচে হারের পর সাবিনাদের আর কোনো আশাই থাকলো না পরের রাউন্ডে ওঠার।
ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচে অভিজ্ঞ ভিয়েতনামে প্রাধান্য ছিল পুরো ম্যাচেই। আধিপত্য বজায় রেখেই তারা গুনে গুনে ৭ বার বল পাঠিয়েছে লাল-সবুজদের জালে। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকা ভিয়েতনাম দ্বিতীয়ার্ধে করেছে আরো ৪ গোল।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দল ভিয়েতনামের সহজ জয়ে হ্যাটট্রিক করেছেন দো থাই গুয়েন। বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে চাইনিজ তাইপের সঙ্গে রবিবার।
এবিএন/মমিন/জসিম