বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কালিগঞ্জে প্রতিবন্ধী স্কুলের পরিচালকের দুর্নীতির তদন্ত সম্পন্ন

কালিগঞ্জে প্রতিবন্ধী স্কুলের পরিচালকের দুর্নীতির তদন্ত সম্পন্ন

কালিগঞ্জে প্রতিবন্ধী স্কুলের পরিচালকের দুর্নীতির তদন্ত সম্পন্ন

কালিগঞ্জ (সাতক্ষীরা), ০৪ মে, এবিনিউজ: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলার বিশেষ প্রতিবন্ধি স্কুল এম জে এফ এর পরিচালক আজহারুল ইসলামের বিরুদ্ধে শিক্ষক-কর্মচারী ও অভিভাবকদের আনিত দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগের তদন্ত সম্পন্ন হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টায় স্কুলের হলরুমে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শহিদুর রহমান ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান। উল্লেখ্য গত ২৮ মার্চ ২০১৮ প্রতিবন্ধি স্কুলের শিক্ষক কর্মচারীবৃন্দ স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য ও এম জে এফ ফাউন্ডেশনের পরিচালক আজহারুল ইসলামের বিরুদ্ধে অর্ধকোটি টাকা বাণিজ্যসহ স্কুলের পরিবর্তে প্রতারনা করে নিজের এনজিওর নামে জমি কেনা, শিক্ষিকাদের সাথে অশ্লীল আচারণ, কর্মচারী ও প্রতিবন্ধি শিক্ষার্থীদের সাথে অসদাচারণের প্রতিকার দাবী করে লিখিত অভিযোগ জানান।

এর প্রেক্ষিতে বিদ্যালয়ের পরিচলনা পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনউদ্দিন হাসান ২০ এপ্রিল স্কুলে উপস্থিত হয়ে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন প্রদানের নির্দেশ দেন। তারি ধারাবাহিকাতায় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার স্কুলের প্রধান শিক্ষক মোঃ জালালুর রহমান, সহকারী শিক্ষক জি এম আশিক ইকবাল, হাবিবুল্লাহ বাশার, আব্দুর রশিদ, গোলাম রাইচ, খাদিজা পারভীন, মিনা খাতুনসহ ১৮ জন শিক্ষক কর্মচারীদের নিকট থেকে লিখিত বক্তব্য ও মৌখিক বক্তব্য গ্রহন করেন।

এসময় তদন্ত কমিটি স্কুলের প্রতিষ্ঠতা সদস্য আজহারুল এক নিকট তার বিরুদ্ধে অভিযোগের কারণ জানতে চাইলে তিনি সঠিক উত্তর দিতে না পারায় উক্ত কমিটি আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যালয়ের স্থাবর ও অস্থাবর সম্পদ সহ শিক্ষক কর্মচারীদের নিকট থেকে গ্রহনকৃত অর্থ ও বিভিন্ন মানুষে প্রদত্ত অনুদানের হিসাব নিকাশের আয়-ব্যায়, ক্যাশ খতিয়ান জমা দেওয়ার নির্দেশ প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, ভাড়াশিমলা ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক আবুল হোসেন, ভাড়াশিমলা ইউপি সদস্য রেজাউল ইসলাম, নলতা ইউপি সদস্য আব্দুল্লাহ, অভিভাবক মাও. আবু সাইদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক।

এবিএন/রফিকুল ইসলাম/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত