![ধুনটে অস্ত্র মামলায় পলাতক আসামীসহ গ্রেফতার ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/04/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_138048.jpg)
ধুনট (বগুড়া), ০৪ মে, এবিনিউজ: বগুড়ার ধুনটে অস্ত্র আইনের দায়েরকৃত মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার ঈশ্বরঘাট গ্রামের ছলিম সরকারের ছেলে শহিদুল ইসলাম (৩৮) ও পাঁচথুপি এলাকার হাবিবুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম (৩০)।
ধুনট থানার এসআই খোকন কুন্ডু এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত শহিদুল ইসলামের বিরুদ্ধে ২০০৭ সালে অস্ত্র আইনে মামলা দায়ের হয়। ওই মামলার শুনানী শেষে আদালতের বিচারক শহিদুল ইসলামকে ১৭ বছরের কারাদন্ড প্রদান করেন। কিন্তু আদালতের রায় ঘোষনার পর থেকেই সে পলাতক ছিল।
বৃহস্পতিবার রাতে কান্তনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গ্রেফতারকৃত জাহিদুল ইসলামের বিরুদ্ধে ২০১৭ সালে পারিবারিক আদালতে মামলা দায়ের হয়। ওই মামলার শুনানী শেষে আদালতের বিচারক তাকে ১ বছরের কারাদন্ড প্রদান করেন। কিন্তু আদালতের রায় ঘোষনার পর সেও পলাতক ছিল।
এবিএন/ইমরান হোসেন ইমন/জসিম/তোহা