![ফুলবাড়ীতে ৬ জুয়ারী আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/04/abnews-24.bbbbbbbbbbb_138051.jpg)
ফুলবাড়ী (কুড়িগ্রাম), ০৪ মে, এবিনিউজ: কুড়িগ্রামের ফুলবাড়ীতে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় ৬ জুয়ারীকে পুলিশ আটক করেছে। আজ শুক্রবার দুপুরে উপজেলা সদরের হেলিপ্যাড পুকুরের পাহারা ঘর থেকে ফুলবাড়ী থানার এসআই ফারুক সহ পুলিশ সদস্যরা তাদের আটক করেন।
আটককৃতরা হলেন চন্দ্রখানা গ্রামের আবুল হোসেন(৪০) আনোয়ার হোসেন(৩৮) সিদ্দিক মিয়া(৪২)আসুর আলী(৩৯) বিপুল(৩৫) ও মাইদুল ইসলাম(৩৬)।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী জানান, জুয়া আইনে মামলা দায়ের করে আটককৃতদের বিকালে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।
এবিএন/বিশ্বনাথ নায়/জসিম/তোহা