![ফুলবাড়ী সীমান্তে গাঁজাসহ ২ স্কুল ছাত্র আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/04/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_138053.jpg)
ফুলবাড়ী (কুড়িগ্রাম), ০৪ মে, এবিনিউজ: কুড়িগ্রামের ফুলবাড়ীর অনন্তপুর সীমান্ত থেকে সাড়ে ৩ কেজি গাঁজা সহ দুই স্কুল ছাত্রকে আটক করেছে বিজিবি। আজ শুক্রবার ভোর রাতে কাশিপুর বিওপি কমান্ডার হাবিলদার সাইফুল ইসলামের নের্তৃত্বে টহলরত দল অনন্তপুরের বৃষ্টদেব ধর্মপুর এলাকা থেকে দুই স্কুল ছাত্রকে শরীরে গাজা বাধা অবস্থায় আটক করেছে।
এ সময় তাদের সঙ্গে থাকা ১ টি বাই সাইকেল জব্দ করে বিজিবি। আটককৃতরা হলেন- উপজেলার অনন্তপুর কাশেম বাজার এলাকার হায়দার আলীর ছেলে মাইদুল ইসলাম(১৭) সে গংগার হাট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র ও একই এলাকার খয়ের আলীর ছেলে মনু মিয়া(১৫) সে ঘুঘুর হাট দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্র।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়ানের কাশিপুর কোম্পানী কমান্ডার সুবেদার শহীদ জানান, ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে আরও ৩ জনকে পলাতক আসামী করে ৫ জনের নামে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এবিএন/বিশ্বনাথ নায়/জসিম/তোহা