গোবিন্দগঞ্জ (গাইবান্ধা), ০৪ মে, এবিনিউজ: আওয়ামীলীগ উন্নয়নের সরকার, ধারা বাহিকতা রক্ষায় আবারও নৌকায় ভোট দেওয়ার আহবান জানান। সাড়ে ৫ কোটি টাকা ব্যায়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্রামীণ এলাকার ৫টি সড়ক পাঁকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জননেতা আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসাবে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন ও উপরোক্ত কথাগুলি বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী সাবের আলী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠানিক সম্পাদক ও দরবস্ত ইউপি চেয়ারম্যান আ,র,ম শরিফুল ইসলাম জর্জ, জেলা পরিষদ সদস্য আব্দুল হান্নান আজাদ, উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক পিএস আতিকুর রহমান আতিক, ক্রিড়া সম্পাদক শৈলেন্দু মোহন রায় স্বপন, সদস্য বীর মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু মোহন রায় জিবু বাবু , রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান সাহাদৎ হোসেন, ফুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন ঠান্ডু,
উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাপমারা ইউপি চেয়ারম্যান প্রভাষক শাকিল আকন্দ বুলবুল, সহকারী প্রকৌশলী খাইরুল ইসলাম,ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শান্তানু কুমার দেব, সাধারন সম্পাদক আব্দুল মান্নান,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শাহিন আকন্দ, রাখালবুরুজ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আয়ুব হোসেন বিএসসি,সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ,আওয়ামীলীগ নেতা লিটু,নাকাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোকছেদুল আমিন রিপন,বিশিষ্ট ঠিকাদার আলহাজ্ব জিয়াউল হক মিঠু,আলহাজ্ব সুজাউল সরকার,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আহসানুল শেখ সুমন, সহ-সভাপতি ফরহাদ হোসেন,ফুলবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি জীবন মন্ডল,
সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, যুবলীগ নেতা শুভেন্দু মোহন রায় লিটন, ছাত্রলীগের আহবায়ক কৃষ্ণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গউপস্থিত ছিলেন। এলজিইডি’র গোবিন্দগঞ্জ উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যায়ে শিবপুর ইউনিয়নের বারটিকরী হতে চাঁদপুর ভায়া ঘিডাঙ্গা, রাখালবুরুজ ইউনিয়নের আমতলী হতে পুনতাইর কানিপাড়া ভায়া কুড়ারমাঠ, নাকাই ইউপি হতে রথের বাজার ভায়া ধান খুনিয়া রাস্তা , ফুলবাড়ী ইউনিয়নের ফুটানী বাজার ভায়া কলেজ ভাগদরিয়া স্কুল রাস্তা ও ফুলবাড়ী হতে রঘুনাথপুর ভায়া ফুলবাড়ী স্কুল সড়ক পাঁকা করা হবে। এর পরে প্রধান অতিথি রঘুনাথপুর গ্রাম, ফতুল্লাপুর স্কুল মাঠে শ্যামপুর-পারবর্তীপুর মৎস্য অভয় আশ্রমের সদস্যদের আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
এবিএন/তাজুল ইসলাম প্রধান/জসিম/তোহা