![আফ্রিদির রেকর্ড ভাঙলেন তার ভাতিজা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/04/afridi_138055.jpg)
ঢাকা, ০৪ মে, এবিনিউজ : পাকিস্তানের শহিদ আফ্রিদি সম্পর্কে হয়তো নতুন করে পরিচয় করার কিছু নেই। আন্ত্ররজাতিক ক্রিকেট থেকে অবসরে গিয়েছেন শহিদ আফ্রিদি। আর তার অবর্তমানে বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছেন তারই ভাতিজা মোহাম্মদ ইরফান আফ্রিদি।
গত বুধবার আইসিসির ওয়ার্ল্ড ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের চতুর্থ খেলায় কুয়ালালামপুরে ভানুয়াতুর (দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের একটি অঞ্চল) বিপক্ষে ইরফান আফ্রিদি উগান্ডার হয়ে মাত্র ১৪ বলে ৫০ রানের ইনিংস খেলেন। এটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সহযোগী সদস্য দেশগুলোর বিবেচনায় দ্রুততম ফিফটি।
এদিন ১৭ বলে ৫১ রান করেন ইরফান আফ্রিদি। নিজেকে চাচা শহিদ আফ্রিদির মতই অলরাউন্ডার হিসেবেই গড়ে চুলছেন তিনি। কিছুদিন আগে ১০ ওভারে মাত্র ২৩ রান খরচায় ৬ উইকেট শিকার করেন। যেটি তার ক্রিকেট ক্যারিয়ারে সেরা বোলিং স্পেল।
এবিএন/মমিন/জসিম