![অনুষ্ঠানে যোগ না দিয়ে ফিরে গেলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/04/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_138056.jpg)
পার্বতীপুর (দিনাজপুর), ০৪ মে, এবিনিউজ: হ-য-ব-র-ল ও জনসমাগম না হওয়ায় দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিঃ শ্রমিক কর্মচারী এমপ্লয়ীজ ইউনিয়ন আয়োজিত মে’ দিবসের অনুষ্ঠানে যোগদান না করেই ফিরে গেলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
আজ শুক্রবার বিকেল ৪টায় খনির প্রধান ফটকে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লি. শ্রমিক কর্মচারী এমপ্লয়ীজ ইউনিয়ন কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানটি এ কারণে ভন্ডুল হয়ে যায়। পূর্ব ঘোষনা অনুযায়ী আজ বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেয়ার কথা। তবে তার সফরসঙ্গী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে তিনি বিকেল ৪টার দিকে অনুষ্ঠান স্থলে এসে দেখেন সেখানকার সবগুলো আসনই ফাঁকা ও হ-য-ব-র-ল।
ডেকোরেটর ও সাউন্ড সিষ্টেমের কর্মচারী এবং শ্রমিক ইউনিয়নের কয়েকজন কর্মকর্তা মঞ্চ সজ্জায় ব্যস্ত। এমন পরিস্থিতিতে মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে অনুষ্টান স্থল ত্যাগ করে চলে যান। এ ঘটনায় শ্রমিক কর্মচারী, খনি কর্মকর্তা ও এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এ ব্যাপারে আয়োজক সংগঠন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিঃ শ্রমিক কর্মচারী এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম স্বাধীন বলেন, প্রাকৃতিক দূর্যোগের কারণে সময়মত অনুষ্ঠান শুরু করা সম্ভব হয়নি। এ জন্য আমরা দূঃখিত। তবে সকল পক্ষের সহযোগীতা পেলে অনুষ্ঠানটি সফল করা সম্ভব ছিলো। এ রিপোর্ট লেখা বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মঞ্চে ও স্টেজে কোন অতিথি ছিলোনা।
এবিএন/এম.এ জলিল সরকার/জসিম/তোহা