![চট্টগ্রামে যুবলীগ কর্মী হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/04/rally_abnews_138060.jpg)
চট্টগ্রাম, ০৪ মে, এবিনিউজ : ডিস ব্যবসাকে কেন্দ্র করে চট্টগ্রামে নিহত যুবলীগ কর্মী ফরিদুল ইসলাম হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
নগরীর চকবাজার চান মিয়া মুন্সি লেইন মহল্লা কমিটি ও ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টায় নগরীর চকবাজার ডিসি রোড গণি কলোনীর সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি দেওয়ান বাজার মৌসুমি আবাসিক হয়ে মদিনা মসজিদ ঘুরে পুনরায় গনি কলোনী এসে শেষ হয়। এর আগে দেওয়ান বাজারে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকবাজার থানা আওয়ামী লীগের আহ্বায়ক ও ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শফিকুল ইসলাম ফরিদের হত্যাকারী ও ইন্দনদাতা রিয়াজ চৌধুরী রাসেল, মুরাদ, সারোয়ার, মজনু, মাসুদ ও মুছাসহ সকলকে দ্রুত গ্রেফতার করে আইনের আওয়তায় এনে ফাঁসির দড়িতে ঝুলানোর দাবি জানান। এছাড়া এলাকা থেকে এসব সন্ত্রাসীদের নির্মুলে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন ও সিনিয়র সদস্য আবু তালেব। এছাড়া ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, খুনের ঘটনার এক সপ্তাহ পার হয়ে গেলেও খুনীরা এখনো ধরা ছোয়ার বাইরে রয়ে গেছে। খুনীদের দ্রুত গ্রেফতার করে নিহতের পরিবার ও এলাকাবাসীকে কিছুটা হলেও স্বস্থি দিতে প্রশাসনের কাছে অনুরোধ জানান।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে ডিস ক্যাবল ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যায় যুবলীগ কর্মী ফরিদ। এ ঘটনায় আহত হয়েছে নারীসহ চারজন। নগরীর ডিসি রোডের কালাম কলোনীতে ক্যাবল ব্যবসায়ি যুবদল নেতা এমদাদুল হক বাদশা ও স্থানীয় যুবলীগ নেতা ফয়সালের অনুসারীদের মধ্যে ক্যাবল ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংগঠিত সংঘর্ষে তার মৃত্যু হয়।
মামলায় যাদের নাম উল্লেখ আছে তারা হলো- ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মুছা, দেওয়ানবাজার ওয়ার্ড ছাত্রলীগ নেতা রাসেল ও ফয়সাল এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত জানে আলম, নবী, ইকবাল, তৌহিদুল আলম, মাসুদ এবং মুরাদ।
এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/এমসি