![চট্টগ্রামে ট্রেনে কাটাপড়ে ও কাভার্ডভ্যান চাপায় মৃত্যু ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/04/road-accident_138064.jpg)
চট্টগ্রাম, ০৪ মে , এবিনিউজ : চট্টগ্রামের হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে সায়েম ওরফে শাওন (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার বিকাল সাড়ে ৩টায় হাটহাজারী পৌর এলাকার মধ্যম দেওয়ান নগর বুলবুলি পাড়া (আজিজিয়া মা’বুদিয়া নূরাণী মাদ্রাসার সামনে) এ ঘটনা ঘটে। তেলবাহী ট্রেন থেকে ছিটকে পড়ে ট্রেনের চাকায় কাটা পড়ে তার দেহ দ্বিখন্ডিত হয়ে যায় বলে প্রতক্ষ্যদর্শীরা জানান।
নিহত শাওন স্থানীয় নলেজ স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র। সে রাউজান উপজেলায় গহিরার দানবীর খয়রাতী এলাকার মোহাম্মদ মুজিবের ছেলে বলে জানা গেছে।
এর আধা ঘন্টা আগে বিকেল ৩টায় অপর এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করে মহিউদ্দিন ভূইয়া (৪৭) নামে এক ব্যবসায়ি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডের বাড়বকুন্ড এলাকায় একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তার মোটরবাইকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উপজেলার শুকলাল হাট ইউর্টানে এ ঘটনা ঘটে। মহিউদ্দিন ভূইয়া সীতাকুন্ড বড়দারোগার হাট বাজার কমিটির সভাপতি বলে জানাগেছে। তিনি ওই এলাকার মৃত হাজী নাদেরুজ্জামানের ছেলে। ঘটনার সত্যতা স্বীকার করে হাইওয়ে পুলিশের এসআই মাসুদ হোসেন জানান দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।
এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/এনকে