![সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান মফিদুল হক লিটু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/04/sova_abnews_138067.jpg)
তালা (সাতক্ষীরা), ০৪ মে, এবিনিউজ : সাতক্ষীরা তালা উপজেলার ১১নং জালালপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু ২০১৫-১৬ অর্থ বছরে এলজিএসপিতে “এ” গ্রেডভুক্ত সফল ও জেলার শ্রেষ্ট চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম তাকে স্বর্ণপদক সন্মাননা প্রদান করেছে।
আজ শুক্রবার বিকেল ৫টায় ঢাকায় হোটেল ফার্স,বিজয়নগরে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) উদ্যোগে তাকে এই স্বর্ণপদক সন্মাননা প্রদান করেন।
বাংলাদেশে অগ্রযাত্রায় ইউনিয়ন পরিষদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও এলজিএসপিতে “এ” গ্রেড ভূক্ত সকল চেয়ারম্যানদেরকে (স্বর্ণপদক) সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম সভাপতি মাহাবুবুর রহমান টুলু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সমাজ কল্যান প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, কুড়িগ্রাম-৪ আসন সংসদ সদস্য রুহুল আমিন, দৈনিক সমকাল পত্রিকার উপ-সম্পাদক আবু সাঈদ খান, গণমাধ্যম ব্যক্তিত্ব জামিল আহম্মেদ ও দৈনিক নবচেতনা পত্রিকার সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমুখ।
ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু তার অনুভূতি প্রকাশ করে বলেন, এই পুরস্কার ১১নং জালালপুর ইউনিয়নের জনগণের। জনগণের ভালবাসা আমার চলার পথের অনুপ্রেরণা।
এবিএন/সেলিম হায়দার/জসিম/এমসি