
আশাশুনি (সাতক্ষীরা), ০৪ মে , এবিনিউজ : বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের উন্নয়ন ও সফলতায় ৯ বছর পূর্তি উপলক্ষে আশাশুনিতে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকালে প্রতাপনগর ইউনিয়নের পূর্ব নাকনা বাজার প্রাঙ্গনে এ সমাবেশের আয়োজন করা হয়।
প্রতাপনগর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি।
প্রাতপনগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সভাপতি শেখ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, জেলা পরিষদ সদস্য আ. হাকিম, এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল।
অনুষ্ঠানে পুলিশ পরিদর্শক (তদন্ত) আক্তারুজ্জামান, উপজেলা শ্রমিকলীগ সভাপতি ঢালী সামছুল আলম, তাতীলীগ সভাপতি সেলিম রেজা, স্বেচ্ছাসেবকলীগ সেক্রেটারী আবু হেনা বিল্টু, যুব মহিলালীগ সভাপতি সীমা ছিদ্দিক, ছাত্রলীগ সেক্রেটারী মনিরুজ্জামন বিপুল, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিক অসীম চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সরকার আশাশুনি তথা সাতক্ষীরা জেলায় উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে।
প্রতাপনগরের মত প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি ঘরে এখন বিদ্যুতের বাতি জ¦লছে। আশাশুনিতে সাড়ে ৩ হাজার কি.মি. পাকা সড়ক নির্মান করা হয়েছে।
নাকনা সড়কের কাজ প্রস্তাব পাঠানো হয়েছে, একনেকে পাশ হলেই কাজ শুরু হবে বলে আশ^াস দিয়ে তিনি বলেন, সাইক্লোন শেল্টার, আশ্রায়ন কেন্দ্র নির্মান, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, বয়স্ক-বিধবা ভাতা প্রদান, অসহায় গরীব শ্রমজীবি মানুষকে ৪০ দিনের কাজের মাধ্যমে অর্থ সহায়তা, মাতৃত্বকালীন ভাতা প্রদানসহ বহু প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষকে সরকার সেবা প্রদান করে যাচ্ছে।
বেকার যুবকদের চাকরীর সুযোগ সৃষ্টি হয়েছে। বিশেষ অতিথি নজরুল ইসলাম বলেন, সরকারের ৯ বছরের সাফল্য আজ সর্বজন স্বীকৃত। কৃষি ক্ষেত্রে ভর্তূর্কির মাধ্যমে কৃষি সেক্টরকে উন্নত করা হয়েছে, দেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ।
বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া, উপবৃত্তির টাকা প্রদান, শিক্ষা উপকরণ বিতরণ, শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হয়েছে। সড়ক, বিদ্যুৎ, স্বাস্থ্য খাতে অভাবনীয় সাফল্য এসেছে।
প্রতিটি ইউনিয়নে ৩টি করে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে, প্রতাপনগরে ৪টি ক্লিনিক করা হয়েছে। চিকিৎসা সেবা এখন দোড়গোড়ায় পৌছে গেছে। দেশের ও মানুষের উন্নয়নে ও সুখ-দুখের সাথী আওয়ামীলীগ সরকারকে তাই আবারও ক্ষমতায় রাখতে হবে।
আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে আহবান জানিয়ে তিনি প্রতাপনগরের মাটিকে কলঙ্কমুক্ত করতে আহবান জানান।
এর আগে প্রধান অতিথি প্রতাপনগর ইউনিয়ন পরিষদে উঠান বৈঠক, আ.লীগ কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন এবং পথিমধ্যে অপেক্ষমান গ্রাম্য মহিলাদের সাথে একাধিক স্থানে কথা বলেন।
এবিএন/মুজিবুর রহমান/জসিম/এনকে