বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

বোয়ালখালীতে আগুনে পুড়েছে ২০টি বসতঘর

বোয়ালখালীতে আগুনে পুড়েছে ২০টি বসতঘর

বোয়ালখালী (চট্টগ্রাম), ০৪ মে, এবিনিউজ : বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে ২০টি বসতঘর।

আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদ-ী চরখিদিরপুর সৈয়দ বাড়িতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে নগরীর চন্দনপুরা, কালুরঘাট মোহরা ও বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি গাড়ি প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. শামীম উজ জামান। তিনি বলেন, এই মুর্হুতে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। এছাড়া অগ্নিকান্ডের সূত্রপাত জানা যায়নি।

আগুন নেভাতে গিয়ে স্থানীয় রুবেল (২৮) পায়ে ও মো. আজম (২২) চোখে আঘাত পেয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ক্ষতিগ্রস্তরা জানান- আগুনে ফিরোজ আহমদ, মো. কামাল উদ্দিন, সোলেমান, বেলাল, ইছহাক, শাহেদ, সরোয়ার, বাকের, মো. রফিক, মো. ইউছুপ, মোহাম্মদ আলী, লোকমান, জানে আলম, ছেমন আরা, জাহাঙ্গীর, ফারুক, হারুন, নাজের, দিদার ও সাহাবুদ্দিনের বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।

বোয়ালখালী পৌরসভার মেয়র হাজী আবুল কালাম আবু বলেন, আগুনে ২৬টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। পৌরসভার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রায় ৩ শতাধিক সদস্যদের তাৎক্ষণিক খাবার ও স্থানীয় মাদ্রাসা মাঠে থাকার ব্যবস্থা করা হয়েছে।

এবিএন/রাজু দে/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত