![আশাশুনিতে সিএইচসিপি ও পল্লী চিকিৎসকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/04/assasuni-abnews_138071.jpg)
আশাশুনি (সাতক্ষীরা), ০৪ মে , এবিনিউজ : আশাশুনিতে ফিস্টুলা উপসর্গ যাচাই বিষয়ক সিএইচসিপি ও পল্লী চিকিৎসকদের এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১ টায় উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে ও আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার ইউনিভার্সিটি ফিস্টুলা সেন্টার এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়, ফিস্টুলা কেয়ার প্লাস প্রকল্পের সহযোগিতায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্ট্যান্ডিং কমিটির সভাপতি ডা. আ ফ ম রুহুল হক এমপি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুন কুমার ব্যানার্জীর সভাপতিত্বে ওরিয়েন্টেশনে বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা. তৌহিদুর রহমান লাভলু, প্রজেক্ট ম্যানেজার ডা. নাজমুল হুদা, কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশিকুর রহমান, দেবহাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রশিদ, দেবহাটা উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহবুবুল আলম খোকন প্রমুখ।
মেডিকেল অফিসার ডা. সাইফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা শ্রমিকলীগ সভাপতি ঢালী সামছুল আলম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এস এম সাহেব আলি, তাতীলীগ সভাপতি সেলিম রেজা, যুব মহিলালীগ সভাপতি সীমা ছিদ্দিক, ছাত্রলীগ সেক্রেটারী মনিরুজ্জামন বিপুল, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিন বিকালে হাড়ীভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে এমপি রুহুল হক প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
সভায় দেবাহাটা উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহবুবুল আলম খোকন, পুলিশ পরিদর্শক (ওসি) মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি এস এম হুমায়ুন কবির সুমন ও এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল বক্তব্য রাখেন।
এবিএন/মুজিবুর রহমান/জসিম/এনকে