![হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে স্কুল ছাত্র নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/04/accident_abnews_138072.jpg)
হাটহাজারী (চট্টগ্রাম), ০৪ মে, এবিনিউজ : হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে সায়েম (১৩) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
আজ শুক্রবার বিকেল ৩টার দিকে সদরের ২নং ওয়ার্ডের পশ্চিম দেওয়াননগর বুলবুলি পাড়া এলাকায় আবুল কালাম সওদাগরের বাড়ি সংলগ্ন মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত সায়েম হাটহাজারী নলেজ স্কুল এন্ড কলেজের অষ্ঠম শ্রেণির ছাত্র এবং রাউজান উপজেলার গহিরাস্থ ধলইনগর এলাকার দানবীর খয়রাতি মিয়া বাড়ির দুবাই প্রবাসী মোহাম্মদ মুজিবের ২য় পুত্র।
তারা দীর্ঘদিন ধরে পৌরসভার ইস্টার্ন আবাসিক এলাকার শফি ভবনের ভাড়া বাসায় বসবাস করে আসছিল।
মডেল থানার অফিসার ইনচার্জ বেলাল উদ্দীন জাহাংগীর ঘটনার সত্যতা স্বীকার জানান, এ ব্যাপারে জিআরপি থানায় মামলা হবে।
এবিএন/আলাউদ্দীন/জসিম/এমসি