![ধানক্ষেতে ইট ভাটার বিষাক্ত গ্যাসে ক্ষতিগ্রস্ত কৃষক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/04/farmer_abnews_138073.jpg)
তারাগঞ্জ (রংপুর), ০৪ মে, এবিনিউজ : রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের এসবিসি ইট ভাটার বিষাক্ত গ্যাসে প্রায় অর্ধকোটি টাকার ধান ক্ষেত নষ্ট হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, আজ শুক্রবার বিকেলে ওই এলাকার ধান চাষি (কৃষক) আফছার আলী হরিশ চন্দ্র বাবলু রায় ইয়াকুব আলী আলম ইসলাম আজিজার রহমানসহ প্রায় শতাধিক কৃষক ক্ষতিপূরণ চেয়ে ধান ক্ষেতের পাশে ওই ইট ভাটার মালিকের বিরুদ্ধে বিক্ষোভ করেন।
ক্ষতিগ্রস্ত কৃষক শরিফুল ইসলাম অভিযোগ করে বলেন, গত বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দোয়ালী পাড়া এসবিসি ইট ভাটার বিষাক্ত গ্যাসে প্রায় দুইশত বিঘা জমির ধান ক্ষেত আমাদের নষ্ট হয়েছে।
বাঙ্গালীপুর খিয়ারপাড়া দোয়ালীপাড়া হাজীপাড়া ভবানীপুর এলাকার প্রায় দেড়শতাধিক কৃষকের ডাঙ্গীদোলা পাঠানে দোলা নাউশানের দোলায় দুইশতাধিক বিঘা জমির ধান ক্ষেত ইট ভাটার বিষাক্ত গ্যাসে নষ্ট হয়ে গেছে। এতে করে প্রায় অর্ধকোটি টাকার ধানক্ষেত কৃষকের ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আলমপুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর কাদেও চৌধুরী সবুজ নিশ্চিত করেন।
এ বিষয়ে এসবিসি ইটভাটার মালিক অহিদুল হক এই প্রতিবেদককে বলেন, আমার ইট ভাটার বিষাক্ত গ্যাসে আশেপাশে ধানক্ষেত ক্ষতিগ্রস্ত হলে আমি তার সমপরিমাণ ধান চাষিদের ক্ষতিপূরণ দিব।
কৃষি অফিসার রেজাউল করিম বলেন, ইট ভাটার বিষাক্ত গ্যাসে ধানক্ষেত নষ্ট হওয়ার বিষয়টি শুনেছি। ক্ষতিগ্রস্ত কৃষক লিখিত অভিযোগ করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এবিএন/বিপ্লব হোসেন অপু/জসিম/এমসি