বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মিঠামইনে গ্রামবাসীর সাথে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ ১

মিঠামইনে গ্রামবাসীর সাথে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ ১

মিঠামইনে গ্রামবাসীর সাথে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ ১

কিশোরগঞ্জ, ০৪ মে, এবিনিউজ : কিশোরগঞ্জের ইটনা থানা পুলিশের সাথে গ্রামবাসীর সংঘর্ষে ১ জন গুলিবিদ্ধ হয়েছেন। এসময় পুলিশের একটি রাইফেল ছিনিয়ে নেয় শান্তিপুর গ্রামবাসী।

ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সন্ধ্যায় মিঠামইন উপজেলার শান্তিপুর গ্রামে।

স্থ্নাীয় সূত্রে জানা গেছে, মিঠামইনের শান্তিপুর গ্রামের ব্যবসায়ী আফসর উদ্দিন এক ড্রেজার মালিকের কাছে দেড় লাখ টাকা পেতেন। পাওনা টাকা উদ্ধারের লক্ষ্যে গ্রামের লোকজনকে নিয়ে তিনি আজ শুক্রবার ড্রেজারটি আটক করেন। পরে ড্রেজারের মালিক ড্রেজার উদ্ধারের জন্য ইটনা থানা থেকে পুলিশ নিয়ে শান্তিপুর গ্রামে যান।

এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশের সাথে গ্রামবাসীর সংঘর্ষ হয়। এক পর্যায়ে বিক্ষুদ্ধ গ্রামবাসী পুলিশের একটি রাইফেল ছিনিয়ে নেয়। পরে পুলিশ শটগানের গুলি ছুড়লে কাওছার নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। রাত ৮টার দিকে পরিত্যক্ত অবস্থায় পুলিশ রাইফেলটি উদ্ধার করে।

ইটনা থানার ওসি আব্দুল মালেক রাইফেলটি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন।

এবিএন/শাফায়েতুল ইসলাম/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত