![ম্যানইউকে হারিয়ে অবনমন এড়াল ব্রাইটন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/05/manu_138098.jpg)
ঢাকা, ০৫ মে, এবিনিউজ : ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের মাঠে বিব্রতকর হার সঙ্গী করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ‘রেড ডেভিলদের ১-০ গোলে হারিয়ে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে থাকা নিশ্চিত করেছে ব্রাইটন।
শুক্রবার রাতে প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও কাঙ্ক্ষিত গোল পায়নি ইউনাইটেড। বরং দাভিদ দে হেয়ার দৃঢ়তায় দুই দফা বেঁচে যায় দলটি। চতুর্দশ মিনিটে প্যাসকেল গ্রস ও ২৩তম মিনিটে গ্লেন মারের প্রচেষ্টা ফেরান এই গোলরক্ষক।
৫৭তম মিনিটে এগিয়ে যায় হোভ অ্যালবিওন। প্যাসকেলের হেড মার্কোস রোহো ফেরালেও ততক্ষণে বল গোললাইন পেরিয়ে যায়। ম্যাচের বাকিটা সময় লিনগার্ড-র্যাশফোর্ডরা ইউনাইটেডকে সমতায় ফেরা গোল এনে দিতে পারেননি।
৩৬ ম্যাচে ৭ম হারের স্বাদ পাওয়া ইউনাইটেড ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। ৩৫ ম্যাচে ৯৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।
এবিএন/সাদিক/জসিম