বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

শেখ হাসিনাকে জাস্টিন ট্রুডোর আমন্ত্রন

শেখ হাসিনাকে জাস্টিন ট্রুডোর আমন্ত্রন

ঢাকা, ০৫ মে, এবিনিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কানাডা সফরের আমন্ত্রণ জানিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আগামী জুনে কানাডার কুইবেকে অনুষ্ঠেয় জি সেভেন সম্মেলনে যোগ দিতে কানাডীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আগ্রহে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আজ শনিবার কানাডায় বাংলা পত্রিকা নতুন দেশ এই খবর প্রকাশ করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ক্রিষ্টিয়া ফ্রিল্যান্ড বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন বলেও জানানো হয় ওই প্রতিবেদনে।

দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বিষয়টি আন্তর্জাতিক ফোরামে তুলে ধরার জন্য শেখ হাসিনাকে এই আমন্ত্রণ জানিয়েছেন কানাডার সরকার প্রধান।

ট্রডো চান- জি-৭ সম্মেলনে শেখ হাসিনা রোহিঙ্গাদের অবর্ণনীয় অবস্থা তুলে ধরবেন।

ট্রুডো পরিবারের সঙ্গে বঙ্গবন্ধু পরিবারের সুসম্পর্ক রয়েছে। জাস্টিনের বাবা পিয়েরে এলিওট ট্রুডো ১৯৭১ সালে দেশটির প্রধানমন্ত্রী থাকাকালে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিলেন। আর এ জন্য পিয়েরেকে ‘মুক্তিযুদ্ধ সম্মাননা’ দিয়েছে বাংলাদেশ।

দুই বছর আগে কানাডা সফরে গিয়ে বাবার সম্মাননা ছেলের হাতে তুলে দেন শেখ হাসিনা।

কানাডায় অবস্থানকারী বঙ্গবন্ধুন খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে আনার বিষয়েও সে সময় দেশটির সঙ্গে আলোচনা হয়েছিল। কানাডা মৃত্যুদণ্ডের বিরোধী। কিন্তু নূর চৌধুরীকে এই দণ্ড দিয়েছে বাংলাদেশের আদালত। তাই তাকে ফিরিয়ে আনা নিয়ে জটিলতা আছে। যদিও সরকার এ বিষয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত