বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
বেসরকারী উন্নয়ন সংস্থা সিদীপ’র উদ্যোগে

কসবায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

কসবায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া), ০৫ মে, এবিনিউজ: জাগিয়া উঠিল প্রাণ-এ শ্লোগানকে সামনে রেখে আজ শনিবার কসবা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কসবা প্রেসক্লাব ও বেসরকারি উন্নয়ন সংস্থা সিদীপের আয়োজনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসুচির আওতায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম। বিশেষ অতিথি ছিলেন; উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, কসবা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মনির হোসেন, আড়াইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম মৃদুল, কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার, সিদীপ ডাকার কর্মসুচির সংগঠক মো. সাইদুজ্জামান খান, সিদীপ এরিয়া ম্যানেজার, মো. সহিদুল ইসলাম ও সিদীপ কুটি শাখা ব্যবস্থাপক মো. শাহাদাত হোসেন। কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিদীপ কর্মসূচি সংগঠক মো. মাহবুব উল আলম।

অনুষ্ঠানে কর্মসূচির সুপারভাইজার সামান্তা দুলাল, প্রথম আলো প্রতিনিধি মো. সোহরাব হোসেন, দৈনিক আমাদের কুমিল্লা’র প্রতিনিধি মো. অলিউল্লাহ সরকার অতুল, আমার সময় প্রতিনিধি মো. রুবেল আহমেদ, আমার সংবাদ প্রতিনিধি ভজন শংকর আচার্য্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।

ফুটবল টুর্ণামেন্টে সিডিসি স্কুল, কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আড়াইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন। ফুটবল টুর্ণামেন্ট পরিচালনায় ছিলেন সিডিসি’র শিক্ষক মো. অলিউল্লাহ সরকার অতুল, মো. আমিনুল ইসলাম দুলাল ও তারাপুর ইদ্রিস মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. হেলাল উদ্দিন। অনুষ্ঠানে শিশু শিল্পী কাবেরী ইসলাম সংগীত পরিবেশন করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন।

এবিএন/অলিউল্লাহ সরকার অতুল/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত