![সিরাজগঞ্জে ৭ পলাতক আসামী গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/05/atok2_137087_138169.jpg)
সিরাজগঞ্জ, ০৫ মে, এবিনিউজ: সিরাজগঞ্জের বেলকুচি থানার পুলিশ এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শিশু ও নারী নির্যাতন দমন মামলার পলাতক আসামীসহ ৭জন কে গ্রেফতার করেছে।
তারা হলেন, বেলকুচি উপজেলার সরাইতুল গ্রামের জামাল উদ্দিনের ছেলে আক্তার হোসেন (৩০), রইনাপাড়া গ্রামের মদিনা প্রামানিকের ছেলে মনিরুল ইসলাম (৩০), দৌলতপুর গ্রামের সুজাবত আলীর ছেলে মাসুদ (২৬), একই গ্রামের শাহিনের ছেলে পাপ্পু (২২), মৃত. পুলুকের ছেলে রমজান (৪০), রমজানের ছেলে আব্দুল হাকিম (৫০) ও রশমান আলীর ছেলে সঞ্জয় (৩৫)।
বেলকুচি থানার এএসআই মোক্তার হোসেন জানান, গ্রেফতারকৃতরা নারী ও শিশু নির্যাতন দমন মামলাসহ বিভিন্ন মামলার ওরেন্টভুক্ত আসামী। তারা দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন স্থানে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার দুপুরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা