![আশাশুনির গোদাড়া বালিকা বিদ্যালয় টর্ণেডোর আঘাতে ব্যাপক ক্ষতি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/05/06/abnews-24.bbbbbbbbb_138213.jpg)
আশাশুনি (সাতক্ষীরা), ০৬ মে, এবিনিউজ: আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের গোদাড়া মাধ্যমিক বালিক বিদ্যালয় টর্ণেডোর আঘাতে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। সম্প্রতি আশাশুনি ও চাম্পাফুল ইউনিয়নের উপর দিয়ে টর্ণেডোর আঘাত হানে। এতে গোদাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অফিস কক্ষ সহ কয়েকটি শ্রেনী কক্ষেন টিন সেট, পাকা পিলার, সিলিং ফ্যানসহ ব্যপক ক্ষতি সাধন হয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক জেবুন্নাহার জানান, ১৯৯৫ সালের ১লা জানুয়ারীতে শোভনালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম শহিদুল ইসলাম গোদাড়া গ্রামে প্রতিষ্ঠা করেন বিদ্যালয়টি। তার মৃত্যুর পর স্কুলটির যথেষ্ট শিক্ষর্থী থাকা সত্ত্বেও উন্নয়নের ছোয়া থেকে বঞ্চিত রয়েছে। প্রধান শিক্ষক আরো জানান, এ নিয়ে বিভিন্ন দপ্তরে অনেক বার আবেদন করেও কোন লাভ হয়নি। বর্তমানে ক্লাসরুমের অভাবে খোলা আকাশের নিচে ক্লাস নিতে বাধ্য হচ্ছেন শিক্ষকরা।
সামনে এস. এস. সি পরীক্ষা এই মুহুর্তে খোলা আকাশের নিচে ক্লাস নেওয়া ছাড়া কোন বিকল্প ব্যাবস্থা না থাকায় আমরা বাধ্য হয়ে এ কাজ করছি। বর্তমান দুই শতাধীত শিক্ষার্থী খোলা আকাশের নিচে ক্লাস করছে। তাই স্কুলের ম্যানেজিং কমিটি, শিক্ষক, অভিভাবক ও এলাকার শিক্ষানুরাগীরা বিষয়টি বিবেচনা সাপেক্ষে উদ্ধর্তন কর্তৃপক্ষের আশু হস্থক্ষেপ কামনা করেছেন।
এবিএন/জি.এম.মুজিবুর রহমান/জসিম/তোহা