শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • আদালত
  • ২৬ ফেব্রুয়ারি খাদিজাকে আদালতে হাজিরের নির্দেশ

২৬ ফেব্রুয়ারি খাদিজাকে আদালতে হাজিরের নির্দেশ

২৬ ফেব্রুয়ারি খাদিজাকে আদালতে হাজিরের নির্দেশ

সিলেট, ০৮ জানুয়ারি, এবিনিউজ : সিলেটে ছাত্রলীগ নেতার হামলায় আহত কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসকে আগামী ২৬ ফেব্রুয়ারি আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আজ রবিবার সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো এ আদেশ দেন।

সাভারের সিআরপিতে চিকিৎসাধীন খাদিজার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আদালতে হাজির হননি বলে জানিয়েছেন সিলেট মহানগর আদালতের অতিরিক্ত পিপি মাহফুজুর রহমান। তিনি জানান, এক মাসের মধ্যে খাদিজার আদালতে হাজির হওয়া সম্ভব নয়। তাই সময় প্রার্থনা করা হলে আদালতে ২৬ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করে দেন।

উল্লেখ্য, গত বছরের ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে খাদিজাকে কুপিয়ে জখম করে।এরপর রাজধানীর স্কয়ার হাসপাতালে হাসপাতালে কয়েক দফা অস্ত্রোপচার করা হয়। সেখানে প্রায় দুই মাস চিকিৎসা শেষে সাভারের পক্ষাঘাত পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) নেয়া হয় তাকে। খাদিজার মাথায় পানি জমে যাওয়া এবং বাম পা এখনও অবশ থাকায় তাকে আদালতে না নেওয়ার কথা গতকাল শনিবারই জানিয়েছিলেন তার চাচা আব্দুল কুদ্দুস।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত