![২ মাসব্যাপী সাংবাদিকতায় প্রশিক্ষণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/02/07/journalist-pic20170206163531_61015.jpg)
ঢাকা, ০৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : টেলিভিশন সাংবাদিকতা, সংবাদ উপস্থাপনা, টিভি ক্যামেরা চালনা এবং সংবাদপত্রে কর্মসংস্থানের লক্ষ্যে দুই মাসব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ মিডিয়া অ্যান্ড ম্যানেজমেন্ট ট্রেইনিং ইনস্টিটিউট (বিএমটিআই)
প্রশিক্ষক : ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার জনপ্রিয় সংবাদকর্মী
সুযোগ-সুবিধা : প্রয়োজনীয় তাত্ত্বিক, ব্যবহারিক ক্লাস এবং প্রয়োজনীয় লেকচারশিটসহ ভিজ্যুয়াল প্রেজেন্টেশন। এছাড়া কোর্স শেষে পরীক্ষার মাধ্যমে সনদপত্র দেয়া হয়।
যা প্রয়োজন : ২ কপি পাসপোর্ট সাইজের ছবি
যোগাযোগ : ৩৭৩, দিলু রোড, তৃতীয় তলা, মগবাজার, ঢাকা-১২১৭। ফোন- ০১৯৩৫২২৬০৯৮ এবং ০১৮৭৫০১৮৫০৭।
এবিএন/জসিম/ইমরান