রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • আদালত
  • কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ ফের পেছালো

কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ ফের পেছালো

কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ ফের পেছালো

সিলেট, ০৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : সকল আসামি উপস্থিত না থাকায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ হয়নি। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১৫ ফেব্রুয়ারি তারিখ ধার্য করেছেন বিচারক। এনিয়ে টানা তৃতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণের তারিখ পেছানো হল।

বুধবার মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য ছিল। তবে এদিন সাক্ষী এবং ঢাকার কাশিমপুর কারাগারে থাকা আসামিদের কেউই হাজির হননি। সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার মামলার ধার্য তারিখে জামিনে থাকা সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের সাময়িক বরখাস্তকৃত মেয়র গৌছসহ জামিনে থাকা আসামিরা আদালতে হাজির থাকলেও সাক্ষী ও ঢাকায় থাকা আসামিদের কেউই হাজির হননি। ফলে আদালত মামলার পরবর্তী তারিখ ১৫ ফেব্রুয়ারি নির্ধারণ করেন।

এর আগে গত ১৭ জানুয়ারি কোনো সাক্ষী হাজির না থাকায় এবং ১৮ জানুয়ারি সব আসামী উপস্থিত না হওয়ায় সাক্ষ্য গ্রহণ করেননি বিচারক। আলোচিত এ মামলায় এখনও পর্যন্ত ৪৬ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। মামলায় ১৭১ জন সাক্ষী রয়েছেন।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন।

এবিএন/শংকর রায়/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত