![এসএ টিভির মালিকের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/02/09/sa-tv@abnews245_61423.jpg)
ঢাকা, ০৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভির মালিক সালাউদ্দিন আহমেদ ও উপস্থাপক ফয়সাল আল মাহমুদের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন এক আইনজীবী।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকার মহানগর হাকিম আবু সাঈদের আদালতে মামলাটি করেন ঢাকা বারের আইনজীবী বাহালুল আলম বাহার।
মামলার আরজিতে দাবি করা হয়, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে নিয়ে ৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৪৭ মিনিটে ‘লেট এডিশন’ অনুষ্ঠানে উপস্থাপক ফয়সাল আল মাহমুদ কটূক্তি করেন।
সিইসিকে ‘গোপাল’ বলে আখ্যা দিয়ে উপস্থাপক বলেন, ‘এই গোপালদের নিয়ে কি খুলবে জাতির কপাল?’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা খালিদ মাহমুদ চৌধুরী ও বিএনপি নেতা শামসুজ্জামান দুদু।
মামলায় দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হয়েছে। মামলা দায়েরের পর বাদী আদালতে জবানবন্দি দিয়েছেন। বিচারক এ-সংক্রান্ত আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন।
এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি