![চাকুরি নিশ্চিত হলো নিহত সাংবাদিক শিমুলের স্ত্রীর](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/02/09/press@abnews_61526.jpg)
সিরাজগঞ্জ, ০৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী চাকুরি নিশ্চিত হলো নিহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুনের। বুধবার রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা পরীক্ষিৎ চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার তেজগাঁও বাণিজ্যিক এলাকায় অবস্থিত এসেনসিয়াল ড্রাগস কোম্পানি থেকে তার নিয়োগপত্র স্থানীয় এমপি হাসিবুর রহমান স্বপনের কাছে হন্তান্তর করা হয়। তিনিই নিয়োগপত্রটি নুরুন্নাহারের হাতে তুলে দেবেন।
এ বিষয়ে নিহত সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন বলেন, লোক মুখে শুনেছি বগুড়ায় আমার চাকুরি হয়েছে। আগামী ১ মার্চ চাকুরিতে যোগদানের কথা শুনেছি। অবশ্য এমপি সাহেব এখনও বিষয়টি আমাদের জানাননি। তাই অপেক্ষা করতেছি।
সাংবাদিক শিমুল হত্যার পর আরও বেশ কয়েকজন এই পরিবারের পাশে দাড়িয়েছেন বলে নিহতের খালাতো ভাই হারুন অর রশিদ হারুন জানিয়েছেন। তিনি বলেন, শাহজাদপুরের সাবেক এমপি চয়ন ইসলাম দু’দফায় নগদ ৩০ হাজার টাকা দিয়েছেন এবং শিমুলের ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ বাবদ প্রতি মাসে নগদ ৫ হাজার করে টাকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এজন্য তিনি একটি ব্যাংক একাউন্ট খুলতে বলেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত শিমুলের সংসারের জন্য দেয়া হয়েছিল ২৫ হাজার টাকা, সেই সাথে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা সাংবাদিকে ছেলে-মেয়ের পড়াশুনার সকল দায়িত্ব নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রসঙ্গত, গত ৪ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দলীয় কোন্দলে দায়িত্বরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। এ ঘটনার পর সাংবাদিক শিমুলের বাড়িতে গিয়ে তার স্ত্রীকে স্বাস্থ্য বিভাগের অধীনে ৩দিনের মধ্যে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সিরাজগঞ্জের আরেক সংসদ সদস্য ও স্বাস্থমন্ত্রী মোহাম্মদ নাসিম। ওই সময় সাংবাদিক পরিবারকে নগদ ১ লাখ টাকাও দিয়েছেন মন্ত্রী।
এবিএন/মমিন/জসিম