শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • মিডিয়া
  • নিয়োগপত্র পেলেন সিরাজগঞ্জে নিহত সাংবাদিক হা​কিমের স্ত্রী

নিয়োগপত্র পেলেন সিরাজগঞ্জে নিহত সাংবাদিক হা​কিমের স্ত্রী

নিয়োগপত্র পেলেন সিরাজগঞ্জে নিহত সাংবাদিক হা​কিমের স্ত্রী

সিরাজগঞ্জ ১০ ফেব্রুয়ারি, এবিনিউজ : সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর-এনায়তেপুর) আসনের এমপি আ’লীগ নেতা হাসিবুর রহমান স্বপন বলেছেন, শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরুর শর্টগানের ছোড়া গুলিতে সমকাল সাংবাদিক শিমুল নিহত হয়েছে। এ হত্যাকান্ডের প্রধান আসামী মেয়রসহ সকল আসামীর ফাঁসি চাই। আজ শুক্রবার দুপুরে শাহাজাদপুর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রয়াত সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন্নাহারের হাতে রাস্ট্রয়াত্ব এসেনশিয়াল ড্রাগস কোম্পানীর উৎপাদনকর্মী পদের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, সাংবাদিক শিমুল হত্যাকান্ডের মামলাটি দ্রুত অপরাধ দমন বিশেষ ট্রাইবুনালে স্থানান্তরের দাবি করেন। প্রধানমন্ত্রী সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে বদ্ধ পরিকর। এজন্য আমরাও সাংবাদিকদের কোন প্রকার ক্ষতি মেনে নেয়া হবে না। শিমুলের স্ত্রীকে প্রতিশ্রুতি অনুযায়ী চাকরী দেবার জন্য স্বাস্থ্যমন্ত্রী নাসিমকে তিনি কৃতজ্ঞতা জানান।

শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডুর সভাপতিত্বে বিশেস অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আজাদ রহমান, ইউএনও রাজীবুল আলীম, শাহজাদপুর থানার নবাগত ওসি খাজা গোলাম কিবরিয়া, স্থানীয় প্রেসক্লাবের সাধারন সম্পাদক শফিকুজ্জামান শফি, ডেপুটি কমান্ডার খালেকুজ্জামান প্রমুখ।

এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত