শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

এবার দুই সাংবাদিককে তুলে নিল দুর্বৃত্তরা!

এবার দুই সাংবাদিককে তুলে নিল দুর্বৃত্তরা!

নারায়ণগঞ্জ, ১০ ফেব্রুয়ারি, এবিনিউজ: এবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে দুই ফটোসাংবাদিককে অস্ত্রধারী দুর্বৃত্তরা তুলে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার কায়েতপাড়া এলাকা থেকে তাদের তুলে নেওয়া হয়। এঁদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক ইয়াদ-এর ফটোসাংবাদিক মো. সেলিম। অপরজনের নাম জানা যায়নি।

স্থানীয় সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর বীরপ্রতীক জানান, তিনি বিষয়টি স্থানীয় মানুষদের কাছ থেকে শুনেছেন।

জেলা পুলিশ সুপার (এসপি) মঈনুল হক জানান, তিনি এ ব্যাপারে খোঁজ খবর নিচ্ছেন।

স্থানীয়রা জানান, ওই এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম। তিনি স্থানীয়ভাবে ‘আন্ডা রফিক’ নামে পরিচিত। এলাকায় তাঁর নিজস্ব বাহিনী রয়েছে। এরা ভূমি দখলের সঙ্গে যুক্ত। আজ সন্ধ্যায় বাহিনীর সদস্যরা মহড়া দিচ্ছিল। এ সময় ছবি তুলতে গেলে দুই ফটোসাংবাদিককে তুলে নেওয়া হয়।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত